আমার ঘাড়ে সুই ফুটিয়ে দিল : রণবীর সিং
অপারেশন থিয়েটার থেকে লাইভ টুইট!!
‘এবারে আমার দফারফা হয়ে যাবে!
আমার ঘাড়ে সুই ফুটিয়ে দিল! উউউ!’
তারকাদের ভীমরতি? বলতে পারেন। তবে তাই বলে অপারেশন থিয়েটার থেকে ‘লাইভ টুইট’-এর মতো পাগলামি সম্ভবত রণবীর সিংয়ের পক্ষেই করা সম্ভব। বলিউডের এই নতুন প্রজন্মের সুপারস্টার এর আগে যে আরো কত রকমের পাগলামো করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। ফিল্মফেয়ারের খবর থেকে জানা গেল তাঁর ‘লেটেস্ট’ ইয়ার্কির কথা। অপারেশন থিয়েটারে চেতনানাশক ইনজেকশন দেওয়ার পরমুহূর্তেই টুইট করেছেন তিনি।
অপারেশন থিয়েটারে রণবীরের এই আগমন অবশ্যই খ্যাপাটে একটা টুইট করার জন্য নয়। যাঁরা নিয়মিত রণবীরের খোঁজখবর রাখেন, তাঁদের বিষয়টি জানার কথা। দুর্ঘটনা আর শারীরিক ইনজুরির সঙ্গে রণবীরের গলায় গলায় বন্ধুত্ব। এ কারণেই হাসপাতাল, চিকিৎসক কিংবা ছোটখাটো অপারেশন তাঁর কাছে একেবারেই ডালভাত। এই দফা অপারেশন থিয়েটারে আগমনের কারণ সঞ্জয় লীলার ‘বাজিরাও মাস্তানি’।
জয়পুরে এই ছবির শুটিং করতে গিয়ে ঘাড়ে বেশ ভালো চোট পেয়েছেন রণবীর। এটা গত মাসের ঘটনা। প্রথমে আমলে না নিলেও কয়েক দিন পর টের পেয়েছেন যে আঘাত বিশেষ সুবিধার নয়। এ কারণেই হিন্দুজা হাসপাতালে গতকাল এক বড়সড় সার্জারির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।
অপারেশনের পর পাক্কা তিন সপ্তাহের বিশ্রাম বেঁধে দেওয়া হয়েছে তাঁকে। এ সময়ের মধ্যে শুটিং দূরে থাকুক, নড়াচড়ায়ও বারণ আছে তাঁর। তবে এই বিধিনিষেধ তিনি কতটা মানবেন, তা নিয়ে মন্তব্য করা মুশকিল।
‘বাজিরাও মাস্তানি’ ছবিতে কেবলই তারার ছড়াছড়ি। প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি—বলিউডের সব সুন্দরী যেন ভিড় জমিয়েছেন এই এক ছবিতেই। এত সুন্দরীর মধ্যে কাজ করতে গিয়ে তাই একটু-আধটু চোটকে নিশ্চয়ই পাত্তা দেবেন না রণবীর!