ট্রিপল এক্স নায়কের সঙ্গে দীপিকার প্রেম!
হলিউডের ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’-এর প্রমোশন ও ছবিটিতে বলিউড ডিভা দীপিকা পাডুকোন ও হলিউডের সুপারস্টার ভিন ডিজেলের রসায়ন অনেকটাই স্পষ্ট। কিন্তু পৃথিবীর দুই প্রান্তের এ দুই বাসিন্দার সম্পর্ক বন্ধুর চেয়ে একটু হলেও বেশি, এমন গুজবে বলিউডপাড়া বেশ সরগরম।
সম্প্রতি ‘দি ইলেন ডিজেনারস শো’তে ভিন ডিজেলের সঙ্গে দীপিকার প্রেমের সম্পর্কটা সত্যি কি না এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়। প্রশ্নটির উত্তর দিতে গিয়ে বলিউডের এই সুন্দরী হেসে ফেললেন এবং বললেন, এই বিষয়টা সত্যিই তাঁর মাথায় রয়েছে! টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই প্রকাশিত হয়েছে।
যখন উপস্থাপক ইলেন দীপিকা ও ভিন ডিজেলের একটি রোমান্টিক ছবি নিয়ে কথা বলছিলেন, তখন দীপিকা মুচকি হেসে দেন। সেই সুযোগে চট করেই অনুষ্ঠানটির উপস্থাপক দীপিকাকে প্রশ্ন করে বসেন, বাস্তব জীবনে যদি সত্যি দুজন এমনই পাশাপাশি থাকতেন, তাহলে কেমন হতো।
এ প্রশ্নের উত্তরে দীপিকা বললেন, ‘আসলে যা রটে তার কিছুটা তো বটে। কিন্তু এই সবকিছুই শুধু আমার মাথায়। আমি মনে মনে ভাবি, আমরা দুজন একসঙ্গে আছি এবং আমরা আমাদের চমৎকার রসায়ন উপভোগ করছি। আমরা একসঙ্গে থাকি এবং আমাদের বাচ্চাও রয়েছে, কিন্তু সবকিছুই শুধু আমি মনে মনে চিন্তা করেছি।’
এটা শুনে ইলেন দীপিকাকে ‘ক্রেজি’ বললেন এবং জোরে হেসে দিলেন। এ সময় ইলেন বললেন, ‘প্রথমে শুনেছি সে আপনার ক্রাশ, এখন শুনছি বাচ্চাও আছে।’ তবে ইলেনের এই কথার উত্তরে দীপিকা স্পষ্ট করে জানিয়ে দেন যে, ভিন ডিজেলের প্রতি কখনোই তাঁর ক্রাশ ছিল না।
দীপিকা ও ভিন ডিজেল অভিনীত এবং ডি জে কারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবিটি গতকাল ১৯ জানুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে।