দীপিকার প্রশংসায় ভিন ডিজেল!
বলিউড অভিনেত্রী দীপিকার আমন্ত্রণে হলিউডের সুপারস্টার ভিন ডিজেল প্রথমবারের মতো ভারতে এসেছিলেন। ডি জে কারুসো পরিচালিত ‘ট্রিপল এক্স : রিটার্ন অব জেন্ডার কেইজ’ ছবির ভারতের বিশেষ প্রিমিয়ারে অংশ নেন তিনি গত বৃহস্পতিবার। ছবিটিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বিপরীতে অভিনয় করেছেন তিনি।
এনডিটিভির খবরে জানা গেল, ছবির প্রিমিয়ার ও সংবাদ সম্মেলনে দীপিকা সম্পর্কে ভিন ডিজেল অনেক ইতিবাচক মন্তব্য করেছেন।
ভিন ডিজেল বলেন, ‘ভারতে আসার জন্য আমি অপেক্ষা করেছিলাম। এটা সম্ভব হয়েছে দীপিকার জন্য। দীপিকা তো অপ্সরা, রাজকন্যা! আমার জীবনে আশীবার্দ হয়ে এসেছেন দীপিকা। ওঁর মন অনেক সুন্দর। দীপিকা আমার কাছে অনেক স্পেশাল। ওঁর মতো কেউ নেই।’
ভিন ডিজেল আরো বলেন, ‘দীপিকা ভারতের হলেও আমি বলব ও যেন পুরোটা পৃথিবীর রানি। দীপিকা সারা পৃথিবীরও একজন মানুষ। পরিচয়ের শুরু থেকেই দীপিকা অঙ্গীকার রক্ষা করেছেন কাজের বিষয়ে। শুধু সৌন্দর্য নয়, তাঁর ব্যক্তিত্বও অসাধারণ। যে কোনো ধরনের অভিনয়ে তিনি সাবলীল।’
হলিউড ছবির এই প্রিমিয়ারে অংশ নেন রণবীর সিং, শহিদ কাপুর, ইরফান খান, শাবানা আজমি, করণ জোহর, হুমা কোরেশি, রিচা চাড্ডা, কাল্কি কোচলিনসহ অনেকে। ছবিটি আন্তর্জাতিকভাবে ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও ভারতে এটি মুক্তি পেয়েছে আজ শনিবার।