দীপিকার মা-বাবার পা ছুঁয়ে রণবীরের আশীর্বাদ?
ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। বহু বড় তারকার কপালে আজও জোটেনি। ‘বাজিরাও’ রণবীর সিং কিন্তু ঠিকই বাজিমাত করলেন, আর পুরস্কার জিতেই এগিয়ে গেলেন দর্শকসারিতে। কয়েকজন নাকি দেখেছেন, দীপিকার মা-বাবার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন এই অভিনেতা। ঘটনা কি সত্যি সত্যি, নাকি নেহাত গুজব? ইন্ডিয়া টুডে জানিয়েছে এ নিয়ে একটু ঘটনা আর একটু জল্পনা-কল্পনার সবিশেষ।
বিষয়টি ঘটে থাকা অস্বাভাবিক নয়। গত বছরের শেষ দিক থেকেই বোঝা যাচ্ছে, দীপিকা-রণবীরের সম্পর্ক যতই বন্ধুত্বের বলা হোক না কেন, সেটা বন্ধুত্বের চেয়ে অনেকটুকুই বেশি! আর এ নিয়ে দুজনের তেমন একটা লুকোছাপা না করা থেকেই অনুমান, সম্পর্ক হয়তো স্বীকৃতি পেতে যাচ্ছে এ বছরেই। যদিও ‘ঘনিষ্ঠ সূত্র’ থেকে মেলা তথ্য, তবে এ বছর নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি ঘোষণা দিতে যাচ্ছেন দুজনে—বিষয়টি এখন মোটামুটি অনেকের কাছেই স্পষ্ট।
তবে গল্পে একটু সাসপেন্স আর জটিলতা না থাকলে কি চলে? এ গল্পের বিষয়টিও তেমন। দীপিকাকে নিয়ে বেজায় খুশি রণবীরের মা-বাবা, তবে রণবীরের ব্যাপারে আপত্তি না থাকলেও একেবারে আহলাদে আটখানা নয় দীপিকার পরিবার। একটু হলেও কিছু ‘কিন্তু’ কাজ করছে তাঁদের মধ্যে। সে বিষয়টি ঠিকঠাক করার জন্য পরিবারের মধ্যে আলাপ-সালাপ ছাড়াও রণবীরেরও তো একটু চেষ্টা করা স্বাভাবিক! পুরস্কার জিতে হয়তো সে কাজটিই করেছেন তিনি। তবে খবর পাকাপাকি নয়, আর দুজনের একজনও এ বিষয় নিয়ে কোনো আলাপে যাননি।
সঞ্জয় লীলা বনসালির ‘গ্যলিও কি রাসলীলা প্রেম-লীলা’ ছবিতে অভিনয়ের সময়েই বন্ধুত্ব দীপিকা-রণবীরের। সময়ে সময়ে সে সম্পর্ক কতটা মজবুত দিকে এগিয়েছে, তার নিদর্শন তো অনেকটাই প্রকাশ্য। বাকিটা এখন সময়ই বলে দেবে।