ফরাসি সিনেমার কিংবদন্তি ব্রিজিত বার্দো আর নেই
ফরাসি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই। ৯১ বছর বয়সে তিনি পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে চলে গেছেন। রোববার তার ফাউন্ডেশন বিষয়টি নিশ্চিত করেছে। তার মৃত্যুর বিষয়টি রোববার বার্দো ফাউন্ডেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, যদিও মৃত্যুর সঠিক কারণ প্রকাশ করা হয়নি।
বার্দো আন্তর্জাতিক খ্যাতি পান ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান’ সিনেমার মাধ্যমে। সিনেমাটিতে খালি পায়ে মাম্বো নাচের দৃশ্য তার জন্য আলোচিত হয়। তখনকার মূলধারার সিনেমার তুলনায় তার অভিনয় এবং সাহসিকতা একেবারেই নতুন কিছু ছিল।
মাত্র ২১ বছর বয়সে তিনি সেই সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। তার স্বামী রজার ভাদিম পরিচালিত এই সিনেমায় বার্দোর খোলামেলা অভিনয় পুরনো সংযত নারী চরিত্রের সঙ্গে একেবারেই আলাদা ছিল।
ফ্রান্সে তাকে ‘বি.বি.’ নামেও সবাই চেনে। সিনেমার বাইরে তিনি প্রাণী অধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন। জীবনের শেষদিকে তিনি রাজনৈতিক কারণে আলোচিতও ছিলেন।
বার্দোর সাহসী অভিনয়, অনন্য ব্যক্তিত্ব এবং পর্দায় আকর্ষণীয় উপস্থিতি তাকে বিশ্বজুড়ে আইকন বানিয়েছে। তার মৃত্যু ফরাসি এবং আন্তর্জাতিক সিনেমার ইতিহাসে এক যুগের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।

বিনোদন ডেস্ক