ভিন ডিজেলের সঙ্গে শুটিং করছেন দীপিকা
আগে একবার কথা হয়েছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে কাজ করবেন দীপিকা। কিন্তু আব্বাস-মাস্তানের ‘রেস ২’ ছবির শুটিংয়ের কারণে সে সুযোগ হাতছাড়া হয়ে যায় তাঁর।
তবে এবার দীপিকার হলিউডযাত্রা বেশ ভালোভাবেই শুরু হয়েছে। ট্রিপল এক্স সিরিজের নতুন ছবির জন্য শুটিং শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। এ খবর জানিয়েছে দ্য হাফিংটন পোস্ট।
দীপিকার সঙ্গে রয়েছেন ভিন ডিজেল। ইনস্টাগ্রামে শুটিংয়ের নতুন কিছু ছবি আপলোড করেছেন ভিন ডিজেল।
৪৮ বছর বয়সী এই অ্যাকশন অভিনেতা ইনস্টাগ্রামে দীপিকার ছবির সঙ্গে ক্যাপশন লিখেছেন, ‘প্রথম দিনের শুটিং... জেন্ডার এবং সেরেনা... বি.দ্র. ১৭ মিলিয়ন সুন্দর হৃদয়। ভালোবাসার জন্য ধন্যবাদ।’
ট্রিপল এক্স সিরিজের নতুন এই ছবির নাম ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। ছবিটি পরিচালনা করছেন ডিজে কারুসো।
ডিজে কারুসোও দীপিকা ও ভিন ডিজেলের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। দীপিকার রূপে হলিউড মুগ্ধ হবে বলেই প্রত্যাশা দীপিকার প্রথম হলিউডি ছবির পরিচালকের।
ট্রিপল এক্স সিরিজের তৃতীয় ছবি এটি। এতে জেন্ডার কেজের ভূমিকায় অভিনয় করবেন ভিন ডিজেল। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে (এনএসএ) দীর্ঘ আট বছর পর ফিরে আসেন এই গোয়েন্দা। তাঁর এবারের মিশন নিয়েই তৈরি করা হচ্ছে ছবিটি।
ভিন ডিজেল ও দীপিকার সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করেছেন নিনা দোবরেভ, স্যামুয়েল এল জ্যাকসন, রুবি রোজ, জেট লি ও টনি জা।
আগামী বছর মুক্তি পাবে ছবিটি।