‘ট্রিপল এক্স’ দিয়ে হলিউডে দীপিকা?
স্বপ্নের মতো এক বছর কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ ও ‘তামাশা’ ছবির সাফল্যের পর আসছে তাঁর নতুন ছবি ‘বাজিরাও মাস্তানি’। সঞ্জয় লীলা বনসালির এ ছবিতে বড় সাফল্য প্রত্যাশা করতেই পারেন তিনি। এর মধ্যে হলিউডে অভিষেকের বিষয়টিও মোটামুটি নিশ্চিত। এনডিটিভির খবরে স্পষ্ট, খুব বড় রকমের কোনো পরিবর্তন না ঘটলে অ্যাকশন হিরো ভিন ডিজেলের বিপরীতে ‘ট্রিপল এক্স’ সিরিজের পরবর্তী ছবিতেই দেখা যাবে দীপিকাকে।
এ বিষয়ে অবশ্য দীপিকা নিজেই ইঙ্গিত দিয়েছিলেন। টুইটারে ভিন ডিজেলের সঙ্গে অনেকটা রহস্যময় ভঙ্গিমায় একটি ছবি আপলোড করেছিলেন, পেছনে ট্রিপল এক্সের ব্যানার। এর খানেক বাদেই ভিন ডিজেল নিজেও দীপিকার সঙ্গে একটি সেলফি আপলোড করেন ইনস্টাগ্রামে। এই পোস্টে আবার হলিউডে মোটামুটি আসন প্রতিষ্ঠিত করে ফেলা আরেক বলিউড অভিনেতা ইরফান খান মন্তব্য করেন, ‘হলিউড অভিষেকে দীপিকাকে অভিনন্দন’!
এ নিয়ে দীপিকাকে প্রশ্ন করেছে এনডিটিভি। উত্তরে দীপিকা স্পষ্ট করে কিছু বলতে চাইছিলেন না। তবে জানিয়ে দিয়েছেন, খুব শিগগির ‘সবকিছু’ জানতে পারবেন সবাই। এ ছাড়া ভিন ডিজেলের প্রশংসা করেন দীপিকা। জানিয়েছেন, ডিজেল চমৎকার একজন মানুষ এবং তাঁর ভালো বন্ধু। ডিজেলের ছবির বেশ ভক্তও তিনি।