‘ময়না’র সাফল্যের পর নতুন গান ‘ও জান’
চলতি বছরের অন্যতম জনপ্রিয় গান ‘ময়না’ প্রকাশের পর থেকে দর্শক-শ্রোতার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী কোনাল ও নিলয়, কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীতায়োজন করেছেন আকাশ সেন, আর ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিউ ৬২ লাখ ছাড়িয়ে গেছে।
ময়নার সাফল্যের ধারাবাহিকতায় গানচিল মিউজিক আনছে নতুন গান ‘ও জান’। আগের মতোই কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুর যৌথভাবে করেছেন আভ্রাল সাহির ও লিংকন, আর সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। ভিডিও পরিচালনা করছেন আগের মতোই তানিম রহমান অংশু।
নতুন গানটি নতুন বছরের প্রথম দিনেই মুক্তি পাবে এবং এটি ‘বাংলা অরিজিনালস’-এর দ্বিতীয় গান। গীতিকার আসিফ ইকবাল বলেন, “ময়নার সাফল্যের পর ‘ও জান’ নিয়ে আসছি। এটি একেবারে রোমান্টিক গান, যেখানে সব কিছুতেই নতুন সংযোজন থাকবে। দর্শকরা গানটিকেও ভালোভাবে গ্রহণ করবেন।”
কণ্ঠশিল্পী কোনাল বলেন, “‘ময়না’ জনপ্রিয় হওয়ার পরই বোঝা গিয়েছিল, গানটি দর্শকদের মুগ্ধ করবে। ‘ও জান’ গানটিও হৃদয় ছুঁয়ে যাবে। আমি বিশ্বাস করি, এটি পূর্ববর্তী সব গানের রেকর্ডও ছাড়িয়ে যাবে।”

বিনোদন ডেস্ক