দীপিকার এনগেজমেন্ট, হেমা মালিনীর টুইট!

‘দীপিকা, তোমার এনগেজমেন্টে শুভকামনা। আশা করি, তোমাদের দুজনের জীবন সুখের হোক, ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর আনন্দে তোমাদের জীবন ভরে উঠুক।’ এ টুইট কে করেছে জানেন? স্বয়ং হেমা মালিনী! ব্যস, আর কী লাগে, সামাজিক মাধ্যমে রীতিমতো তুফান। বলা নেই-কওয়া নেই, একেবারে এনগেজমেন্ট সেরে ফেললেন দীপিকা পাড়ুকোন? আর পাত্রটিই বা কে?
হেমা মালিনীর মতো মানুষ তো আর মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য উল্টোপাল্টা খবর দেবেন না। কাজেই হেমার টুইটার-ফলোয়াররা ঝাঁপিয়ে জিজ্ঞাসা করতে থাকেন। অনেকে ‘দীপিকা-রণবীর সিং’ জুটিকে অভিনন্দনও জানান। তবে প্রশ্ন থেকেই যায়, আসলে ঘটনা কী?
বেশ খানিকক্ষণ এমন চলার পর হেমা বিষয়টি টের পান। তখন তিনি জানান, এই ‘দীপিকা' মোটেও দীপিকা পাড়ুকোন নন। ইনি হলেন টুইটারে হেমা মালিনীর একজন ফলোয়ার। মূলত বিভ্রান্তি সৃষ্টির কারণ, টুইট করার সময় সেই ফলোয়ারটিকে ট্যাগ করেননি হেমা মালিনী। কে জানে, টুইটারে ট্যাগ করার বিষয়গুলো হয়তো এখনো ঠিক রপ্ত হয়ে ওঠেনি সাবেক ‘ড্রিমগার্ল’ হেমার। পুরো বিষয়টি বুঝতেও তাঁর সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা!