আমি এখন বেকার : শহিদ কাপুর
‘হায়দার’-এর জন্য এখনো পুরস্কার পেয়ে চলেছেন শহিদ কাপুর। তাতে ঘরে রাখা অ্যাওয়ার্ডের স্মারক বাড়লেও নতুন ছবি মিলছে না। এনডিটিভির খবরে জানা গেল, এ মুহূর্তে নাকি নতুন কোনো ছবিই নেই তাঁর হাতে। নিজের এই বেকার শিডিউলের কথা নিজেই জানিয়েছেন শহিদ।
“‘হায়দার’ জাতীয় পর্যায়ে পাঁচটা পুরস্কার পেয়েছে। কিছুদিন পরই আমার আরো দুটি ছবি মুক্তি পাবে। তবে সত্যি এটাই যে নতুন কোনো ছবি নেই আমার হাতে, কারণ কেউ নতুন কোনো ছবির প্রস্তাবই দেয়নি। আমি এখন বেকার’-এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই বলেছেন শহিদ।
শহিদের এমন বয়ান একটু দ্বিধান্বিত করে দিতে পারে অনেককেই। জোর আওয়াজ ছিল, বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি ‘রেঙ্গুন’-এ একসাথে কাজ করতে চলেছেন সাইফ আলী খান ও শহিদ কাপুর। তবে শহিদের কথা থেকে বোঝা যায় যে পুরো বিষয়টি হয় গুজব, নতুবা খুব শিগগিরই কিছু হচ্ছে না।
দিনকয়েক পর অভিষেক চৌবির ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘শানদার’ নামের দুটি ছবিতে দেখা যাবে শহিদকে। এই দুই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন আলিয়া ভাট ও কারিনা কাপুর।
তবে বেকারত্ব নিয়ে খুব একটা মুষড়ে পড়ে নেই শহিদ। তা ছাড়া তেমন মন খারাপের সময়ই বা কোথায়? সামনেই তাঁর বিয়ে, কাজেই সেটার আয়োজনে মনোযোগ তো দিতে হবে! তবে সে বিষয় নিয়েও শহিদ কিছুই খোলাসা করতে চাননি, প্রথাগত তারকাদের মতো উড়িয়ে দিয়েছেন কথা। ‘এটা খুব মজার ব্যাপার যে আমার বিয়ে নিয়ে লোকে আমার চেয়েও বেশি জানে। আমি বলতে চাই যে আমি আমার ছবির ব্যাপারে সবাইকে সময়মতো জানাব, তেমনি আমার ব্যক্তিগত জীবনের হালনাগাদ খবরও সবাইকে জানাব; তবে সেটা সময়মতো’- এভাবেই বিয়ের বিষয় নিয়ে আলাপ এড়িয়ে গেছেন শহিদ।