‘ব্লাডি ড্যাডি’র জন্য শহীদ কাপুর নিয়েছেন ৪০ কোটি
ফের অ্যাকশন অবতারে শহীদ কাপুর, এবার আসছেন ‘ব্লাডি ড্যাডি’ হয়ে। গেল বুধবার দেখা গেছে সেটার প্রথম এক ঝলক। আগামী ৯ জুন ওটিটি প্লাটফর্ম জিও স্টুডিওতে স্ট্রিমিং হবে সিনেমাটি।
বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম প্রতিবেদনে জানিয়েছে, এই সিনেমার জন্য ৪০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন; ‘কবির সিং’ সিনেমার সফলতার পর এমন পারিশ্রমিক হাঁকিয়েছেন এই অভিনেতা।
সাম্প্রতিক একটি অনুষ্ঠানে শহীদ কাপুর এই পারিশ্রমিক নিয়ে জিজ্ঞাসা করা হলে তা অস্বীকার করেননি তিনি। সিনেমার পরিচালক আলী আব্বাস জাফরও এই সংখ্যার ইঙ্গিত দেন।
২০১১ সালের ফ্রেঞ্চ সিনেমা ‘ন্যুট ব্লানশ’এর অফিসিয়াল হিন্দি রিমেক এটি। সিনেমার পরিচালনায় আলি আব্বাস জাফর।