মনোচিকিৎসকের কাছে বিদ্যা
দুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানি’। ছবির ভাগ্যে কী আছে, সেটা নিয়ে চিন্তা করতে করতেই কি বিদ্যার এই অবস্থা? মানে মনোচিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়ল? না, ঘটনা আসলে সে রকম কিছু নয়। এনডিটিভির খবরে জানা গেল, ছবির প্রচারের কাজেই মনোচিকিৎসকের মুখোমুখি হচ্ছেন বিদ্যা।
টেলিভিশন শো ‘ইয়ে হ্যায় মোহাব্বতে’র একটি পর্বে অংশে নিচ্ছেন বিদ্যা, এখানে বিশেষ উপস্থিতি থাকছে তাঁর। এই অংশেই একজন মনোচিকিৎসকের মুখোমুখি হবেন তিনি। শুধু তা-ই নয়, এ পর্বে এই শোর মূল অভিনেত্রী দিব্যংকা ত্রিপাঠির সাহায্যকারী হিসেবেও দেখা যাবে বিদ্যাকে।
‘আমি একজন সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছি। যেকোনো শুট বা ফিল্মে এই প্রথম আমার কোনো সাইকিয়াট্রিস্টের মুখোমুখি হওয়া। কাজেই ব্যাপারটা বেশ চমকপ্রদ ছিল।’ নিজের অভিজ্ঞতা এভাবেই জানিয়েছেন বিদ্যা। তবে ওই পর্ব কিংবা মনোচিকিৎসকের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে তাঁর, তা নিয়ে আর কিছুই বলতে রাজি নন তিনি। ‘এর চেয়ে বেশি আর কিছু বলব না। জানতে হলে তো ওই পর্বটা আপনার দেখতে হবে’—প্রচারণার কৌশলটা তো আর ভুললে চলবে না বিদ্যার, আর তিনি ভোলেননি মোটেও।
মোহিত সুরির পরিচালনায় ‘হামারি আধুরি কাহানি’ ছবিতে বিদ্যা বালান ছাড়াও প্রধান চরিত্রে রয়েছেন এমরান হাশমি ও রাজকুমার রাও। এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো একসঙ্গে অভিনয় করছেন এমরান হাশমি ও বিদ্যা বালান। ২০১১ সালের তুমুল আলোচিত ছবি ‘দ্য ডার্টি পিকচার’ এবং ২০১৩ সালের ‘গানচক্কর’-এর পর আবারো জুটি বাঁধলেন তাঁরা।