আইন যেটা ভালো মনে করবে সেটাই হবে : শাওন
‘তিনদিন ধরে যে ব্যক্তি আমার ও আমার মায়ের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল সেটা আমি থানায় জিডি করে জানিয়েছি। এখন আইন যেটা ভালো মনে করবে সেটাই হবে। শুনেছি ফেসবুক থেকে ওই ব্যক্তি ভিডিও সরিয়ে নিলেও এখনো ইউটিউবে সেই ভিডিও আছে।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলছিলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন।
গতকাল শুক্রবার ধানমনণ্ডি থানায় বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (নং-১১৮৪) করেন শাওন। বান্টি মীর নিউইয়র্ক প্রবাসী এক ব্যক্তি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিকে কেন্দ্র করে ফেসবুকের মাধ্যমে তিনি শাওন ও তাঁর মা সম্পর্কে অশালীন বক্তব্য প্রচার করেন। স্ট্যাটাস ছাড়াও ফেসবুক লাইভে এসেও তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আর এ কারণেই প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে বলে জানান শাওন।
এ বিষয়ে বান্টি মীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি এখন ফেসবুক থেকে সব ভিডিও সরিয়ে নিয়েছেন এবং স্ট্যাটাস দিয়েছেন, ‘ মাফ করেন আমাকে সবাই। অনেক গালি খাইছি। মাফ করে দেন আর গালি দিয়েন না। আল্লাহ্ আমাকে মাফ করে দাও।’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ চলচ্চিত্রটি এখন মুক্তির অপেক্ষায় আছে। ছবিটি নিয়ে শুরু থেকেই শংকা প্রকাশ করেছেন মেহের আফরোজ শাওন। কিছুদিন আগে তিনি সংবাদ সম্মেলন করে জানান, ছবিটি অনুমতি ছাড়াই হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে করা হয়েছে এবং সেখানে স্পর্শকাতর বিষয় উঠে আসতে পারে। বিভিন্ন গণমাধ্যমে ছবির শিল্পীদের সাক্ষাৎকারের মাধ্যমে তিনি এটা জানতে পেয়েছেন। এ বিষয়ে সেন্সর বোর্ডে তিনি একটি চিঠিও পাঠিয়েছিলেন।
অন্যদিকে , মোস্তফা সরয়ার ফারুকী জানান ছবিটি তিনি হুমায়ূন আহমেদের জীবনী থেকে নির্মাণ করেননি।
‘ডুব’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা ও কলকাতার পার্নো মিত্র। ছবিটি প্রযোজনা করেছে যৌথভাবে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ। এ ছাড়া ছবির সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।