ডিপজলের মায়ের দাফন সম্পন্ন

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মা জাবেদা খাতুনের (৮০) দাফন সম্পন্ন হয়েছে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মারা যান। জাবেদা খাতুম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
আজ বেলা ১১ টার দিকে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ১২টার দিকে গাবতলীর দ্বীপনগরে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ আসলামুল হক ও ইলিয়াস মোল্লা। এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের মিশা সওদাগর, মমতাজুর রহমান আকবর, কাজী হায়াৎ, শাহীন সুমন, নাদির খানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-গুণগ্রাহী রেখে গেছেন। কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল।