দীপিকার ওপর চটেছেন বানসালি!
দীপিকা পাড়ুকোনের ওপর বেজায় চটেছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। না ‘পদ্মাবতী’তে অভিনয় করতে গিয়ে কোনো ভুল করেননি দীপিকা। নতুন একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন, সেটাও পদ্মাবতীর শুটিং ফাঁকি দিয়ে নয়। তবে কেন বানসালি রাগ করলেন দীপিকার ওপর? ডিএনএ ইন্ডিয়ার খবর, সঞ্জয়ের চটে যাওয়ার কারণ নাকি এই ফটোশুটই। আর তা দীপিকার ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে নয়, দীপিকার খোলামেলা পোশাক নিয়ে।
এমনিতেই নিজের আসন্ন চলচ্চিত্র ‘পদ্মাবতী’ নিয়ে বিতর্ক চলছেই, হামলার ঘটনা তো ঘটেছেই, এমনকি শুটিংয়ের যন্ত্রপাতি ভাঙচুর হয়েছে, ক্যামেরা গুটিয়ে চলে আসতে হয়েছে পুরো ইউনিটকে। এই ছবি নিয়ে এমনিতেই কম ঝামেলা হচ্ছে না, এর মধ্যে দীপিকার এমন ফটোশুট ছবিটিকে নতুন করে ঝামেলায় ফেলতে পারে বলে শঙ্কিত হচ্ছেন বানসালি। এর কারণ দীপিকার খোলামেলা পোশাকের ম্যাগাজিন ফটোশুট নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলতে শুরু করেছেন গোঁড়া মানসিকতার লোকজন।
এক সপ্তাহ আগে ‘ম্যাক্সিম’ নামের একটি ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছিলেন দীপিকা। সেখানে ছোট পোশাক পরিহিত দীপিকার উন্মুক্ত পা দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র সমালোচনায় মেতে ওঠে দীপিকারই একদল ভক্ত। বানসালির ভয়টা ঠিক এখানেই। ‘পদ্মাবতী’ নিয়ে এত বিতর্কের মাঝে ছবির নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন তাঁকে নিয়ে নতুন কোনো বিতর্ক তৈরি হোক, এমনটা চান না বানসালি।
বানসালির সাদা চেহারা রাগে লাল হওয়ার কারণ রয়েছে আরো একটি। দীপিকার সমালোচনার পাশাপাশি দীপিকাকে অমর্যাদা বা অসম্মানও করা হয়েছে। এই অমর্যাদা বা অসম্মানের রেশ যদি আগের মতো ‘পদ্মাবতী’র শুটিং স্পটে এসে পড়ে তাহলে আবার হয়তো সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে ছবির শুটিং। অবশ্য কোনো কিছু ঘটে যাওয়ার আগেই বানসালির এমন প্রতিক্রিয়াকে অন্য চোখে দেখছেন বলিউড সংশ্লিষ্টরা। অনেকের মতে, বানসালির এমন অগ্রিম প্রতিক্রিয়া উল্টো বিপদ ডেকে আনতে পারে।
দীপিকা ছাড়াও ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন রণবীর সিং ও শহীদ কাপুর। চলচ্চিত্রটিতে রানি মেওয়ারের শাসক রানা রাওয়াল রতন সিংয়ের স্ত্রী পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করছেন দীপিকা। এটি বানসালির পরিচালনায় দীপিকার তৃতীয় চলচ্চিত্র। প্রথম দুটি চলচ্চিত্রের নাম ছিল ‘বাজিরাও মাস্তানি’ ও ‘গলিও কি রাসলীলা রামলীলা’। ‘পদ্মাবতী’ ছবিটি এ বছরের ১৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।