সালামি দিতে নয়, নিতে ভালোবাসি : আমির খান

চাইলে অনেকে এ কথা শুনে একটু বিরক্তও হতে পারেন। এত বয়স হলো, তাও এমন কথা! তবে, আমির খানের কথাবার্তা আর হিসাব তো সবসময়ই একটু আলাদা। বয়স ৫০ পেরোলেও ঈদের সালামি নিয়ে দারুণ ‘সিরিয়াস’ তিনি! এনডিটিভির খবরে জানা গেল, সালামি দিতে বিশেষ আগ্রহী নন, কারণ বড়দের কাছ থেকে সালামি নিতেই বেশি আগ্রহী তিনি!
ঈদের দিনের কথা বলতে গিয়ে ছেলেবেলার স্মৃতিতে হারিয়ে যান আমির। সে সময় ভাইবোনদের সাথে মিলে বড়দের কাছ থেকে সালামি নিতেন। তারপর সেই টাকা দিয়ে ছোটখাটো পছন্দের কোনো জিনিস কেনার দিকেই ঝোঁক থাকত তাদের।
বান্দ্রার বাসায় বসে আমির সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ‘আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। কিরণ আর আজাদের পক্ষ থেকেও আপনাদের শুভেচ্ছা। আজকের দিনটা পরিবারের। অনেক আনন্দ হবে, আত্মীয়রা আসছেন।’
আমিরের স্ত্রী কিরণ জানালেন, ছেলে আজাদ এখন ঈদের আনন্দ একটু একটু বুঝতে শুরু করেছে। ঈদের দিনটা পরিবারের সাথে আনন্দেই কেটে যায় তাঁদের সবার।
ছোটবেলার ঈদের কথা বলতে গেলে সালামির প্রসঙ্গ তো আসবেই। আমির বলেন, সে সময়ে দুই-পাঁচ রুপি পেলেই বিশাল ব্যাপার ছিল। সেই সালামি দিয়ে আবার তারা ঘুড়ি কিনে ওড়াতেন। এখনো সালামি দেওয়ার চেয়ে নেওয়ার ব্যাপারেই নাকি বেশি আগ্রহ কাজ করে আমিরের।
সবশেষে জানালেন, ছেলে আজাদ কোনো সালামি পায়নি! অবশ্য ছেলেকে নাকি ঘুড়ি ঠিকই কিনে দেবেন এবং ওড়াতে শেখাবেন।