কোটি টাকার কোকেন নিয়ে আটক ‘বাচাল’ মডেল!

মডেল হিসেবে মোটামুটি নামডাক আছে আনেত পিকুলার। ৩৯ বছর বয়সী মেক্সিকান এই মডেলকন্যার নাকি অতিরিক্ত কথা বলার স্বভাব। সে দোষেই হয়তো অবৈধভাবে কোকেন চোরাচালান করতে গিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে আটক হয়েছেন তিনি। কসমোপলিটানের খবরে পাওয়া গেল, তাঁর কাছে নাকি বিশাল মূল্যমানের কোকেন পাওয়া গেছে।
এই কোকেনের দাম এক লাখ ৩৪ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মূল্যমানে যার দাম এক কোটি টাকার বেশি।
বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন এই মেক্সিকান মডেল। বসবাস করেন ফিনিক্স এলাকায়। গত সপ্তাহে অ্যারিজোনার লিউকভিল চেকপয়েন্টে ইউএস কাস্টমস ও বর্ডার প্যাট্রল এজেন্টরা তাঁকে আটক করেন।
ফক্স নিউজ লাতিনোর খবরে পাওয়া যায়, তাঁর আচরণ দেখে ফেডারেল এজেন্টদের সন্দেহ হয় এবং তাঁরা পিকুলার মার্সিডিজ গাড়িতে মাদক খুঁজে বের করতে ওস্তাদ একটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ঢুকিয়ে দেন। কিছুক্ষণ পরই একটি মোড়কে ভর্তি কোকেনের সন্ধান মেলে।
কাস্টমস ও সীমান্ত নিরাপত্তা বিভাগের মুখপাত্র গ্যারেট রেইনহার্ট রসিকতা করে বলেন, ‘ও সময়টায় খুবই মশকরা হয়েছে!’
আনেতকে এরই মধ্যে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে এবং ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সময়ে তাঁর সঙ্গে একজন যাত্রী ছিলেন, তাঁকে অবশ্য কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।