শিল্পকলায় পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’
মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা ‘সোনাই মাধব’ মঞ্চায়ন করেছে লোকনাট্য দল (সিদ্ধেশ্বরী)।
গতকাল রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে পরিবেশিত হয় এই প্রযোজনাটি। এর সংগীত পরিকল্পনা, নাট্যরূপ, অভিনয় ও নির্দেশনায় ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
মায়ের একমাত্র সন্তান সোনাই। রূপে-গুণে সে অতুলনীয়া। ভালো পাত্রের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য সোনাইয়ের মা তাকে রেখে আসে মামার বাড়িতে। ঘটক অনেক পাত্র আনলেও কোনো পাত্রই মামা-মামির পছন্দ হয় না। এরই মধ্যে সোনাইয়ের সঙ্গে মাধবের দেখা হয়। হয় পরিচয় এবং প্রেম। চলে দেখাশোনা, চিঠি দেওয়া-নেওয়া। এভাবেই নানা টানাপড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলে পদাবলী যাত্রাটির কাহিনী।
অভিনয়, নাচ ও গানে এই পদাবলী যাত্রাটি দর্শকদের দ্বারা ব্যাপক সমাদর অর্জন করে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লোকনাট্য দলের নিয়মিত নাট্যকর্মীরা।