আইটেম গানের জন্য দেড় কোটি রুপি!
পুরো চলচ্চিত্র নয়, শুধু চলচ্চিত্রের একটি আইটেম গান! সে জন্যই সাধা হয়েছে দেড় কোটি রুপি! আর এ প্রস্তাব দেওয়া হয়েছে ইলিয়ানা ডি ক্রুজকে। তেলেগু ছবির অভিনেতা রাম চরণ তেজা অভিনীত ‘ব্রুস লি’ ছবির আইটেম নাম্বারের জন্য প্রস্তাব করা হয়েছিল ইলিয়ানাকে। বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে এ খবর।
তবে প্রস্তাব শুনে ইলিয়ানা এখনো হ্যাঁ কিংবা না কোনোটাই বলেননি। তিনি ভাবছেন।
ছবিটি পরিচালনা করেছেন শ্রিনু ভাটিয়ালা। ছবিতে আরো অভিনয় করেছেন রাকুল প্রীত সিং। ছবিটিতে একজন স্ট্যান্টম্যানের ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ তেজা, ছবিতে স্ট্যান্টম্যানের চরিত্রটির নাম ব্রুস লি।
২০০৬ সালে তেলেগু ছবি ‘দেভাদাসু’-এর মাধ্যমে অভিনয় শুরু করেন ইলিয়ানা। প্রথম ছবির জন্যই ফিল্মফেয়ার পুরস্কার পান। তেলেগু ছবিতে শীর্ষ অভিনেত্রীর স্থান দখলের পর ২০১২ সালে অনুরাগ বসু পরিচালিত ‘বারফি’ ছবির মাধ্যমে বলিউড-যাত্রা শুরু করেন ইলিয়ানা। সর্বশেষ ২০১৪ সালে সাইফ আলী খানের বিপরীতে ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে দেখা গেছে তাঁকে।
বর্তমানে তিনি শাহরুখ খানের বিপরীতে ‘ফ্যান’ ছবিতে অভিনয় করছেন। আগামী বছরের আগস্টে মুক্তি পাবে ছবিটি।

ফিচার ডেস্ক