নিয়মিত গান চর্চা করতে চাই : কামরুল
গানের প্রতি ভালোবাসা থেকেই গান গাওয়া। আর তাই নিয়মিতই গান চর্চা- নিজের সঙ্গীত ভাবনা নিয়ে এ কথাই জানালেন শিল্পী কামরুল ইসলাম। তবে এখন পর্যন্ত একক কোনো অ্যালবাম বের করা হয়নি। মিশ্র অ্যালবামে গান গেয়েছেন তিনি। ২০১৩ সালে ফাহামিদা নবী, বেলাল খান, রিংকু ও পারভেজের সঙ্গে মিশ্র একটি অ্যালবামে প্রেমের একটি গান গেয়েছেন কামরুল। সেই থেকে শুরু। এরপর আরো চারটি মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তরুণ এই শিল্পী।
নতুন খবর হলো আরো একটি মিশ্র অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। ক্লোজআপ ওয়ান তারকা সালমার সঙ্গে একটি মিশ্র অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন শিগগিরই। অ্যালবামটিতে সালমার ৫টি একক ও ১টি গান কামরুলের গাওয়া গান থাকবে। অ্যালবামে সালমার প্রত্যেকটা গান লালনগীতি হলেও কামরুল লালনের গান গাইছেন না। একটা মৌলিক আধুনিক গান গাইবেন তিনি। অ্যালবামটির সংগীত আয়োজন করবেন বিশিষ্ট সংগীত পরিচালক শওকত আলী ইমন।
কামরুল বলেন, ‘আমি সালমা আপুর গানের অনেক ভক্ত। তাঁর সঙ্গে গানের অ্যালবাম করছি অনেক ভালো লাগছে।’
কামরুল আধুনিক গান ভালো গাইলেও প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা তাঁর নেই। হাইস্কুলে পড়ার সময় থেকেই গানের চর্চা করেন কামরুল। জি-সিরিজে চাকরিও করেছেন এই শিল্পী। সেখানে চাকরি করার সুবাদে অনেক বড় মাপের শিল্পীদের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ঘটেছে বলে জানান তিনি। গানের প্রতি ভালোবাসা থাকলেও গানকে মূল পেশা করবেন না কামরুল।

নাইস নূর