‘বিগবস’কে মিয়া খলিফার ‘না’
কয়েক দিন ধরে মিডিয়া সরগরম ছিল একটি খবরে। পর্নো তারকা মিয়া খলিফা অংশ নিতে যাচ্ছেন ভারতের টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগবস’-এর ৯ নম্বর সিজনে, এমনই ছিল খবর। সানি লিওনের পর দ্বিতীয় অ্যাডাল্ট স্টার হিসেবে বলিউডে আস্তানা গাড়তে মিয়া—এমন অনুমানই করছিলেন সবাই। তবে অনুমান ও সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মিয়া খলিফা নিজেই। বিষয়টি পুরোই গুজব, একই সঙ্গে এর কড়া প্রতিবাদ করেছেন তিনি টুইটারে।
‘বিগবস’-এ অংশ নেওয়ার আগে সানি লিওন ছিলেন পুরোপুরিই পর্নো ইন্ডাস্ট্রির মানুষ। ‘বিগবস’-এর মাধ্যমেই পুরোনো ক্যারিয়ার থেকে ‘নতুন’ ক্যারিয়ারের দিকে এগিয়েছেন তিনি। ভাট ক্যাম্পের ‘জিসম-২’ দিয়ে শুরু করে এখন পুরোপুরি মূলধারার বলিউড তারকা তিনি। পুরোনো পরিচয় পিছু না ছাড়লেও পরিচয়টি এখন ‘পুরোনো’, এ কথা তো বলার অপেক্ষা রাখে না।
তবে মিয়ার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়, অন্তত এ মুহূর্তে। গেল সপ্তাহেই এই লেবানিজ-আমেরিকান বংশোদ্ভূত পর্নো স্টারের ‘বিগবস’-এ অংশ নেওয়ার কথা ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। নিজের ‘বর্তমান’ ক্যারিয়ার নিয়ে কিছু না বললেও ‘বিগবস’-এর ব্যাপারে তাঁর বিন্দুমাত্র আগ্রহ নেই। একই সঙ্গে জানিয়েছেন, ভারতে আসারও কোনোরকমের ইচ্ছা নেই তাঁর।
মিয়া খলিফা আজই এ বিষয়ে টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “একটা ব্যাপারে একদম সাফ সাফ বলে দেওয়া ভালো। আমি কোনোদিনই ভারতে পা রাখতে যাচ্ছি না। কাজেই যে বা যাঁরা এ কথা জানিয়েছেন যে আমি ‘বিগবস’-এ অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছি, তাঁকে অবশ্যই কাজ থেকে ছাঁটাই করা উচিত।”
‘বিগবস’-এর এবারের আসরে আরো বেশ কয়েকজন ‘আলোচিত’ ব্যক্তিত্বের অংশ নেওয়ার কথা শোনা গিয়েছিল, এর মধ্যে রাধে মায়ের নামও ছিল। সবশেষে এখন টিকে আছে মেসেঞ্জার খ্যাত আরেক স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের নাম। আইএএনএসকে রাম রহিম জানিয়েছেন, দিনে দুই-তিন ঘণ্টা বাড়ি থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হলে তিনি এতে অংশ নিতে পারেন। এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রতিযোগীর তালিকা চূড়ান্ত না হলেও ‘বিগবস’, অর্থাৎ সালমান খান কিন্তু বসে নেই। এরই মধ্যে এই সিজনের প্রোমোর প্রথম ট্রেলারের শুটিং সেরে ফেলেছেন তিনি।