সংসার ভাঙল মিয়া খলিফার
বিয়ের দুই বছর পরে স্বামী রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন লেবাননীয় বংশোদ্ভূত মার্কিন সোশ্যাল মিডিয়া তারকা মিয়া খলিফা।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, বিচ্ছেদের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেছেন মিয়া খলিফা। সেখানে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সেই বার্তায় মিয়া বলেছেন, বিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় থাকবে তাঁদের।
২০১৯ সালের মার্চে প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে বাগদান হয় মিয়া খলিফার। এ যুগলের পরিকল্পনা ছিল, ২০২০ সালের জুনে ঘটা করে বিয়ের আয়োজন করবেন। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে তা হয়নি। পরে ওই মাসেই নিজ বাড়িতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
মিয়া ও রবার্ট দুজনেই বলেছিলেন, করোনা মহামারির তীব্রতা কমে এলে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজন করবেন। যা হোক, তাঁদের বিচ্ছেদে সেই আয়োজন আর দেখল না উভয়ের অনুরাগীরা।
মিয়া খলিফা লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন। পরে তাঁর পরিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। তাঁর আসল নাম মিয়া কালিস্তা, পরে তিনি এ নাম পরিবর্তন করেন।
কলাবিদ্যায় পড়েছেন মিয়া খলিফা। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক করেন তিনি। ২০১৪ ও ২০১৫ সালে মিয়া খলিফা মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। এর মধ্য দিয়েই পর্নহাবের শীর্ষ তারকা বনে যান।