বাইডেনকে নিয়ে যা বললেন মিয়া খলিফা
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আগ্রাসন নতুন নয়। এই অঞ্চলের বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে বিশ্বে বৃহৎ অর্থনীতির দেশটি। এবার যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও মার্কিন প্রেসিডেন্ট নিয়ে মুখ খুলেছেন পর্ন তারকা মিয়া খলিফা।
আজ রোববার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে কথা বলেন মিয়া খলিফা। লেখেন, ‘জো বাইডেনের পছন্দের শখ আরব শিশুদের ওপর বোমা নিক্ষেপ করা। ২০১৬ সালে সিরিয়া ও ইরাকে ২৪ হাজার বোমা নিক্ষেপ করেছিল তারা, যা আমরা ভুলিনি।’
ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে মিয়া খলিফার পোস্টটি। পোস্টটিতে রিপোস্ট হয়েছে দেড় হাজারেরও বেশি। এতে রিয়েকশন এসেছে প্রায় সাত হাজার। এই পোস্টটি বুকমার্ক করা হয়েছে শতাধিক বার।
নেটিজেনদের ধারণা, ফিলিস্তিন ও ইসরায়েলের চলা সংঘর্ষের জেরেই মিয়া খলিফা পোস্টটি করেছেন। চলমান সংঘর্ষে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইহুদি দেশটির নিরাপত্তা সহায়তার ঘোষণাও দিয়েছে তারা।