টানা সপ্তমবার প্রেসিডেন্ট হলেন মুসেভেনি
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি সপ্তম মেয়াদের জন্য পুনঃনির্বাচিত হয়েছেন। দেশটির নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন জানায়, ৮১ বছর বয়সী মুসেভেনি ৭১ দশমিক ৬৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আনুষ্ঠানিক ফলাফল অনুযায়ী, ইয়োয়েরি মুসেভেনির প্রধান প্রতিদ্বন্দ্বী ৪৩ বছর বয়সী ববি ওয়াইন ২৪ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন।
জাতিসংঘের তথ্যমতে, বিরোধী পক্ষের ওপর মিছিল-সমাবেশে দমন-পীড়ন ও ভীতি প্রদর্শনের ঘটনা এ নির্বাচনে মুসেভেনির বহুল প্রত্যাশিত জয়ে অবদান রেখেছে।
গত বৃহস্পতিবার ভোটগ্রহণের দিনও দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
গায়ক থেকে রাজনীতিবিদ হওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ববি ওয়াইন নির্বাচনের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট কারচুপির অভিযোগ করেছেন।
শনিবার সকালে ববি ওয়াইন জানান, তার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়েছে। তিনি বলেন, বর্তমানে আমি বাড়িতে নেই, যদিও আমার স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা গৃহবন্দি। আমি জানি, এই দুষ্কৃতকারীরা সর্বত্র আমাকে খুঁজছে। আমি নিরাপদে থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনির বিরুদ্ধে তার রাজনৈতিক বিরোধীদের ওপর বছরের পর বছর ধরে দমন-পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। ভোটের আগেই তিনি বলেছিলেন, প্রায় ৮০ শতাংশ সমর্থন নিয়ে সহজেই পুনর্নির্বাচিত হবেন বলে আশা করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক