ক্যানসার আগেই ধরা পড়ার দাবি অস্বীকার করল বাইডেনের ক্যাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার আগেই ধরা পড়েছিল—এমন গুজব ও সমালোচনার জবাবে বাইডেনের কার্যালয় স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২০ মে) জানিয়েছে, এর আগে কখনোই তার ক্যানসার ধরা পড়েনি এবং ২০১৪ সালের পর তার আর কোনো পিএসএ টেস্ট হয়নি। খবর আল জাজিরার।
বাইডেন অফিস থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, “প্রেসিডেন্ট বাইডেনের সর্বশেষ পিএসএ রিপোর্ট ছিল ২০১৪ সালে। গত শুক্রবারের আগে প্রেসিডেন্ট বাইডেনের কখনও প্রোস্টেট ক্যানসার ধরা পড়েনি।”
এর আগে, গত সোমবার (১৯ মে) বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এই ধরনের ক্যানসার এত সহজে প্রকাশ পায় না, এটা দীর্ঘ সময় ধরে বাড়ে। তাহলে এতদিন কিছু বলা হলো না কেন?”
বাইডেনের অফিস জানিয়েছে, গত শুক্রবার (দুই দিন আগে) তার প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে এবং রোগটি হাড়ে ছড়িয়ে পড়েছে।
বাইডেনের ক্যানসার গ্লিসন স্কোর ৯ হিসেবে শনাক্ত হয়েছে, যা প্রোস্টেট ক্যানসারের সবচেয়ে আক্রমণাত্মক রূপের মধ্যে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, ৮২ বছর বয়সী বাইডেনের বয়স বিবেচনায় নিয়ে বিষয়টি অস্বাভাবিক নয়। সাধারণত ৭০ বছরের বেশি বয়সীদের জন্য প্রোস্টেট ক্যানসারের রুটিন স্ক্রিনিং করতে বলা হয় না, কারণ এতে অপ্রয়োজনীয় চিকিৎসার কারণে জীবনমানের ওপর প্রভাব পড়ে।
লস অ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারের ইউরোলজিক সার্জন অ্যাডাম ওয়েইনার বলেন, “বাইডেনের বয়সের একজন ব্যক্তির ক্ষেত্রে মেটাস্ট্যাটিক (শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া) প্রোস্টেট ক্যানসারের নতুন শনাক্ত হওয়া দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়।”
যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের প্রোস্টেট ক্যানসার বিশেষজ্ঞ নিক জেমস বলেন, “পিএসএ টেস্ট সব ধরণের টিউমার শনাক্তে সফল হয় না। কিছু প্রোস্টেট ক্যানসার পিএসএ উৎপাদন করে না বলেই টেস্টে ধরা পড়ে না।”
৮২ বছর বয়সী বাইডেনের স্বাস্থ্য ও মানসিক অবস্থা তার প্রেসিডেন্ট থাকা ও পুনঃনির্বাচন প্রচারে অন্যতম বিতর্কের বিষয় ছিল। শেষমেশ ২০২৪ সালের এক বিতর্কে খারাপ পারফরম্যান্সের পর বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ান।
সমালোচকরা বলছেন, বাইডেনের শারীরিক ও মানসিক দুর্বলতা গোপন রাখার চেষ্টা করেছে তার টিম।
মঙ্গলবার সিএনএনের জ্যাক ট্যাপার এবং অ্যাক্সিওসের অ্যালেক্স থম্পসনের নতুন বই ‘অরিজিনাল সিন’ প্রকাশিত হয়েছে, যেখানে বাইডেনের শারীরিক ও মানসিক অবনতি গোপন রাখার একাধিক উদাহরণ তুলে ধরা হয়েছে।
তাদের দাবি, ২০২৪ সালের একটি ফান্ডরেইজিং ইভেন্টে জর্জ ক্লুনির মুখ চিনতে পারেননি বাইডেন এমন ঘটনাও ঘটে।

এনটিভি অনলাইন ডেস্ক