ভেনেজুয়েলায় ফ্রি ইন্টারনেট সেবা দেবে স্টারলিংক
ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য আগামী এক মাস বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে ইলোন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট প্রতিষ্ঠান স্টারলিংক। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টের মাধ্যমে কোম্পানিটি এই সিদ্ধান্তের কথা জানায়। খবর আলজাজিরার।
স্টারলিংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার নাগরিকরা কোনো খরচ ছাড়াই এই ব্রডব্যান্ড সেবা ব্যবহার করতে পারবেন। মূলত দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই নিকোলাস মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার ইন্টারনেট ব্যবস্থার ওপর সরকারি কঠোর নিয়ন্ত্রণ ও সেন্সরশিপ জারি ছিল। বিভিন্ন সময় বিক্ষোভ দমাতে সেখানে ফেসবুক, ইউটিউবসহ স্বাধীন সংবাদমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। তবে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত ও বন্দী হওয়ার পর দেশটির যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে সরাসরি ইন্টারনেট সেবা দেওয়ায় এখন স্থানীয় সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই নাগরিকরা তথ্য আদান-প্রদান করতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইলন মাস্কের এই পদক্ষেপকে ভেনেজুয়েলার গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি বড় প্রযুক্তিগত সহায়তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। স্টারলিংকের এই সেবার ফলে দেশটির দুর্গম এলাকাগুলোতেও এখন সহজে ইন্টারনেটে যুক্ত হওয়া সম্ভব হবে। মাস্ক নিজেই এই উদ্যোগকে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি হিসেবে অভিহিত করেছেন। এক্সের পোস্টটি শেয়ার করে স্পেসএক্স ও স্টারলিংকের প্রধান নির্বাহী ইলন মাস্ক লেখেন, ‘ভেনেজুয়েলার জনগণের সমর্থনে’।
এর আগে গত শনিবার (৩ জানুয়ারি) ভোরে মার্কিন সামরিক বাহিনীর ‘অ্যাবসলিউট রিজলভ’ নামক এক ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এই অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও ‘নারকো-টেররিজম’ বা মাদক-সন্ত্রাসবাদের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। বর্তমানে তিনি নিউইয়র্কের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। সোমবার তাঁকে আদালতে হাজির করার কথা রয়েছে।
মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। দেশটির সামরিক বাহিনী তাঁকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, একটি স্থিতিশীল রাজনৈতিক উত্তরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভেনেজুয়েলার শাসনভার তদারকি করবে।

এনটিভি অনলাইন ডেস্ক