যুক্তরাষ্ট্রের ডিভি লটারি স্থগিতের ঘোষণা
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় গ্রিন কার্ড লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটিতে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তি এই লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় দেশটির সরকার এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোম এক বিবৃতিতে এই ঘোষণা দেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় অবিলম্বে এই প্রোগ্রামটি বন্ধ করার জন্য অভিবাসন কর্তৃপক্ষকে (ইউএসসিআইএস) বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডে অভিযুক্ত পর্তুগিজ নাগরিক ক্লডিও নেভেস ভ্যালেন্টে ২০১৭ সালে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসে গ্রিন কার্ড পেয়েছিলেন। গত ১৩ ডিসেম্বর তিনি ব্রাউন ইউনিভার্সিটিতে ঢুকে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের ওপর গুলি চালান। এতে দুজন নিহত ও নয়জন আহত হন। এর দুই দিন পর তিনি এমআইটির একজন অধ্যাপককেও হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। জানানো হয়, তিনি আত্মহত্যা করেছেন।
এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে ক্রিস্টি নোম বলেন, এমন জঘন্য ব্যক্তিকে কখনোই যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়া উচিত ছিল না। মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ‘বিপর্যয়কর’ কর্মসূচি বন্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাধারণত প্রতি বছর এই লটারির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৫ হাজার মানুষকে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিত যুক্তরাষ্ট্র। তবে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে সারা বিশ্বের অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক