নিউ জার্সিতে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, পাইলট নিহত
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য একজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ২৫ মিনিটের দিকে হ্যামনটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। খবর সিবিসি নিউজের।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টার দুটি ছিল ‘এনস্ট্রম এফ-২৮এ’ এবং ‘এনস্ট্রম ২৮০সি’ মডেলের। সংঘর্ষের পরপরই একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়।
হ্যামনটন পুলিশ প্রধান কেভিন ফ্রিল জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রতিটি হেলিকপ্টারে কেবল পাইলটরাই অবস্থান করছিলেন। দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন ও অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলের কাছের প্রত্যক্ষদর্শী ক্যাফের মালিক সাল সিলিপিনো জানান, নিহত ও আহত দুই পাইলটই তার রেস্তোরাঁয় নিয়মিত আসতেন, প্রায়ই একসঙ্গে নাস্তা করতেন। তিনি বলেন, আমরা হেলিকপ্টার দুটিকে উড়তে দেখেছিলাম। হঠাৎ একটি নিচে নামতে শুরু করে ও এরপর অন্যটিও বিধ্বস্ত হয়। দৃশ্যটি ছিল অত্যন্ত মর্মান্তিক, আমি এখনো ট্রমার মধ্যে আছি।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহণ সুরক্ষা বোর্ড এবং এফএএ যৌথভাবে এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
সাবেক ক্র্যাশ ইনভেস্টিগেটর অ্যালান ডিহল জানান, তদন্তকারীরা মূলত পাইলটদের মধ্যে কোনো যোগাযোগ ছিল কি না এবং তারা একে অপরকে দেখতে সক্ষম হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখবেন। সাধারণত এ ধরনের দুর্ঘটনাকে ‘দেখুন এবং এড়িয়ে চলুন’ নীতি অনুসরণে ব্যর্থতা হিসেবে গণ্য করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক