‘বাজিরাও মাস্তানি’ শেষ করলেন দীপিকা
শুটিংয়ের সময় দীপিকা বলেছিলেন, ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ছবি এটি। একেই সঞ্জয় লীলা বনসালির ড্রিম প্রোজেক্ট, তার সঙ্গে এই ছবির জন্য নিতে হয়েছে বিভিন্ন বিষয়ে আলাদা প্রশিক্ষণ। মারধর থেকে নাচ-গান—কোনোটাই বাদ যায়নি সেখানে। ‘বাজিরাও মাস্তানি’তে ‘মাস্তানি’ চরিত্রে অভিনয়কারী দীপিকার চরিত্রে তো প্রেম আর শক্তির এমনই মিশ্রণ। অবশেষে বহুদিনের কর্মব্যস্ত সময় কাটিয়ে ছবিতে নিজের কাজ শেষ করলেন বলিউডের এই শীর্ষস্থানীয় অভিনেত্রী। এনডিটিভির খবরে জানা গেল, নিজেই শুটিং শেষ হওয়ার খবর জানিয়েছেন দীপিকা।
গতকাল বুধবার সকাল সকাল টুইটারে ‘বাজিরাও মাস্তানি’তে নিজের দুটি ছবি পোস্ট করেন দীপিকা। টুইট করেন, ‘অবশেষে আমার অভূতপূর্ব ফিল্মি অভিজ্ঞতার সমাপ্তি ঘটল।’
মারাঠা অধিপতি, যোদ্ধা ‘পেশবা বাজিরাও’ চরিত্রে এ ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং। বাজিরাওয়ের দ্বিতীয় ‘মাস্তানি’র চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। বাজিরাওয়ের প্রথম স্ত্রী ‘কাশিবাঈ’ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংকা চোপড়া।
এর আগে সঞ্জয় লীলা বনসালি এ তিনজনকে নিয়েই বানিয়েছিলেন ২০১৩ সালের ব্যবসাসফল ছবি ‘গ্যলিয়ো কে রাসলীলা রামলীলা’ ছবিটি।
এ বছরের ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই সময়ে মুক্তি পাবে শাহরুখ-কাজল জুটির কামব্যাক ছবি ‘দিলওয়ালে’। বছর শেষে বক্স অফিসে এক মহাযুদ্ধেরই আভাস পাচ্ছেন বলিউড-বোদ্ধারা।