ক্রিসমাসে বাচ্চাদের জন্য সান্তা সাজলেন আমির খান

কয়েকদিন আগেও বিতর্কের উৎস ছিলেন আমির খান। সরকারের অসহিষ্ণুতার বিরুদ্ধে কথা বলে রোষানলে পড়েন বলিউডের এই মেগাস্টার। কয়েকদিনের জন্য আড়ালে চলে গিয়েছিলেন। এবার বড়দিন উপলক্ষে ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করেছেন আমির খান।
যেখানে দেখা গেছে, সান্তা সেজে বাচ্চাদের সঙ্গে দুষ্টুমি করছেন আমির খান। এসব বাচ্চার মধ্যে তাঁর নিজের ছেলে আজাদও রয়েছে। ফেসবুকে চারটি ছবি পোস্ট করে আমির লিখেছেন, ‘ক্রিসমাস পার্টিতে বাসায় বসে বাচ্চাদের সঙ্গে অনেক মজা করলাম। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। ভালোবাসা।’
সামনে মুক্তি পাবে আমির খানের পরবর্তী ছবি দঙ্গল। যেখানে সাবেক কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের ভূমিকায় অভিনয় করেছেন আমির।
ছবিটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন আমির খান, কিরন রাও ও সিদ্ধার্থ রায় কাপুর। ছবিটিতে আমির ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, রাজকুমার রাও, সানিয়া মালহোত্রা প্রমুখ।
আগামী বছরের বড়দিনে মুক্তি পাবে আমিরের ‘দঙ্গল’।