ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করছি : শাফিন আহমেদ
ব্যান্ড সংগীত নিয়ে অনুষ্ঠান ‘রিদম অব ব্যান্ড’। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে সাধারণত প্রতিশ্রুতিশীল ব্যান্ডদল পারফর্ম করে থাকে। অনুষ্ঠানের আজকের অতিথি ব্যান্ডদলের নাম হলো ‘সন্ন্যাসী’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ব্যান্ড লিজেন্ড শাফিন আহমেদ। অনুষ্ঠানটির উপস্থাপনা ও অন্যান্য প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন : শুনলাম ‘রিদম অব ব্যান্ড’ অনুষ্ঠানের উপস্থাপনা করছেন?
উত্তর : হ্যাঁ। এর আগে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে ব্যান্ডের গানের অনুষ্ঠানে প্রথম উপস্থাপনা করছি। এই অনুষ্ঠানের ধরন একটু আলাদা।
প্রশ্ন : আপনাকে কি উপস্থাপনার পাশাপাশি অনুষ্ঠানে গানও গাইতে দেখা যাবে?
উত্তর : না। আমি একদম গান করব না। যেভাবে একজন উপস্থাপক অনুষ্ঠান উপস্থাপনা করেন ঠিক সেভাবেই উপস্থাপনা করব। মানে হলো, এখানে শুধু আমাকে উপস্থাপকের ভূমিকায় দেখা যাবে। তবে একটা জিনিস করব- তা হলো, যেহেতু অনুষ্ঠানটি নতুন ব্যান্ডদলকে ঘিরে তাই তাদরে মাঝেমধ্যে গান নিয়ে কিছু পরামর্শ ও উপদেশ দেব। যাতে তারা সামনে আরো ভালো গান গাইতে পারে।
প্রশ্ন : উপস্থাপনা করতে কেমন লাগে?
উত্তর : বছর পাঁচেক আগে বাংলাভিশনের একটি অনুষ্ঠানে আমি প্রথম উপস্থাপনা করেছিলাম। সেই থেকে শুরু। একটানা উপস্থাপনা কখনো করিনি। তবে উপস্থাপনা আমি উপভোগ করি। পুরো বিষয়টাই আমার কাছে অন্যরকম লাগে। উপস্থাপনা করার সময় আমি খেয়াল করি না যে সামনে আমার ক্যামেরা আছে। তখন ভাবি, কিছু অতিথির সঙ্গে আমি গল্প করছি। এই ভেবেই আমি উপস্থাপনা করি।
প্রশ্ন : উপস্থাপনা ছাড়া আর কী নিয়ে ব্যস্ত আছেন?
উত্তর : আগামী ২২ তারিখ রংপুর ক্যাডেট কলেজে একটা কনসার্টে যোগ দেব। গত বছরের শেষ থেকে শুধু কনসার্টই করছি। বর্তমানে কনসার্ট নিয়েই আমার সব ব্যস্ততা।

নাইস নূর