ইউটিউবে এস আই সুমনের নতুন গান
কথা ছিল, গেল ভালোবাসা দিবসে সংগীতশিল্পী এস আই সুমনের মুক্তি পাবে নতুন একক অ্যালবাম ‘শূন্যতা’। কিন্তু অ্যালবামের কিছু কাজ বাকি থাকায় শেষপর্যন্ত সেটা প্রকাশ পায়নি। তবে শ্রোতাদের একেবারে নিরাশ করেননি এসআই সুমন।
‘ভ্যালেনটাইন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ করেছেন তিনি গত ১৩ ফেব্রুয়ারি। শেখ রানার লেখায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস আই সুমন ও সিজান। গানটিতে মডেল হয়েছেন জেরিন জারা খান ও সুমন নিজেই। ভিডিওটির নির্দেশনাও দিয়েছেন সুমন। ভিডিওটির ব্যবস্থাপনায় ছিলেন রাশেদ।
‘শূন্যতা’ অ্যালবামের জন্য এরই মধ্যে তিনটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন শিল্পী। দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিওগুলোর দৃশ্যধারণ করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে অ্যালবামটি কবে মুক্তি পাবে জানতে চাইলে সুমন বলেন, ‘খুব শিগগির অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে রয়েছে। ১৪টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অ্যালবামটির মাস্টারিং করছেন ভিক্টর রোনাল্ড। কিছু গান বাপ্পা মজুমদারও মাস্টারিং করছেন। আশা করছি শ্রোতাদের অ্যালবামটি ভালো লাগবে।’
সংগীতশিল্পী এস আই সুমন নিয়মিত গান গাওয়ার পাশাপাশি এনটিভি চ্যানেলের প্রধান শব্দ প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন। গান তিনি ভালোবেসে গান। ভবিষ্যতে গান নিয়ে শ্রোতাদের সামনে নতুন চমক নিয়ে আসবেন বলে জানান তিনি।

ফিচার ডেস্ক