কনসার্টে ব্যস্ত সময় পার করছেন পড়শি
জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি। ছবি : জয়
বলতে গেলে পুরোটা জীবন এখন সঙ্গীতময় পড়শির। কারণ টানা বিভিন্ন কনসার্টে গান পরিবেশন করছেন তিনি। গাইছেন ঢাকায়, ঢাকার বাইরে। কিছুদিনের মধ্যে পাড়ি জমাচ্ছেন দেশের বাইরে। এটার কারণও গান।
আগামী ২ মার্চ কনসার্ট করার জন্য অস্টেলিয়ায় যাবেন পড়শি। সেখানে কনসার্ট শেষ করে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে যাবেন তিনি। এমনটিই জানালেন পড়শির বড় ভাই স্বাক্ষর এহসান। এ ছাড়া আজ মঙ্গলবার গাজীপুরে সন্ধ্যায় আরেকটি কনসার্টে অংশগ্রহণ করবেন পড়শি।
এ বিষয়ে পড়শি বলেন, ‘ সন্ধ্যায় কনসার্ট আছে। সেই প্রস্তুতি নিচ্ছি এখন। অন্যদিকে দেশের বাইরে কনসার্ট করার মোটামুটি সব প্রস্তুতি শেষ। আশা করছি, সবকিছু ভালো হবে।’
কনসার্টগুলোতে নিজের অ্যালবামের গান ছাড়াও বিভিন্ন চলচ্চিত্রে নিজের গাওয়া অনেক গান গাইবেন বলে জানান পড়শি।

নাইস নূর