নারীদের জন্য কনসার্ট
আজ ৮ মার্চ, বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে প্রথমবারের মতো বেঙ্গল আয়োজন করেছে কনসার্ট ‘She Fest 2016’। কনসার্টটিতে গান গাইবেন জনপ্রিয় পাঁচ সংগীতশিল্পী পার্থ, তাহসান, আঁখি আলমগীর, কণা ও সায়ান। গান ছাড়াও অনুষ্ঠানে থাকবে নাচ। নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও তানজিন তিশা।
কনসার্টটি অনুষ্ঠিত হবে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ২টা থেকে এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৫টা ২০ মিনিটি থেকে এনটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ নূরুজ্জামান ও কাজী মোস্তফা। উপস্থাপনা করবেন পারিহা লিমা, শ্রাবণ্য তৌহিদা ও ইভান সাইর। নারী দিবসকে ঘিরে কনসার্টটির উপস্থাপক হয়ে তাঁরা বেশ উচ্ছ্বসিত।
এদিকে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠান শুরু হওয়ার আগে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাই কনসার্টটি উপভোগ করতে পারবেন।

নাইস নূর