নারী দিবসের কনসার্টে নারীদের মুগ্ধ করলেন তাহসান
বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বেঙ্গল প্লাস্টিক আয়োজন করেছিল কনসার্ট ‘She Fest 2016’। কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে ধানমণ্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। মঞ্চে গান গেয়েছিলেন দেশের জনপ্রিয় পাঁচ সংগীতশিল্পী- পার্থ, তাহসান, আঁখি আলমগীর, কণা ও সায়ান। কনসার্টে প্রথমে গান পরিবেশন করেন কণা। এরপর সায়ান, আঁখি, তাহসান ও পার্থ গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের।
এদিকে, নির্ধারিত সময় অনুযায়ী রাত ৮টায় স্টেজে গান গাইতে উঠেছিলেন তাহসান। প্রিয় শিল্পীর গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অসংখ্য দর্শক-শ্রোতা। কিন্তু শো চলাকালীন বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাহসানকে। কারণ শোয়ের মধ্যেই অনেক তরুণী তাহসানের সঙ্গে সেলফি তোলার জন্য অস্থির হয়ে ওঠেন। একপর্যায়ে তারা স্টেজের সামনে চলে আসেন। পরে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘটে আরেক বিপত্তি। তাহসানের সঙ্গে সেলফি তুলতে না পারায় অনেক তরুণী কেঁদে মাঠ ছাড়েন।

এ ছাড়া কনসার্টে সংগীতশিল্পীদের গান চলার পাশাপাশি নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর ও তানজিন তিশা।
অন্যদিকে, কনসার্ট চলার এক ফাঁকে বেঙ্গল প্লাস্টিকের পক্ষ থেকে ডিজাইনার জিনস লিমিটেডের চেয়ারম্যান জেসমিন আক্তার দেশের তিন সম্মানিত নারীকে ক্রেস্ট প্রদান করেন। তাঁরা হলেন বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট সেলিনা কাদির, সাংবাদিক রোজিনা ইসলাম ও চিকিৎসক নাজিয়া বিনতে আলমগীর।
কনসার্টটি বিকেল ৫টা ২০ মিনিট থেকে এনটিভি সরাসরি সম্প্রচার করেছিল। অনুষ্ঠান প্রযোজনায় ছিলেন মোহাম্মদ নূরুজ্জামান ও কাজী মোস্তফা। উপস্থাপনা করেন পারিহা লিমা, শ্রাবণ্য তৌহিদা ও ইভান সাইর।


নাইস নূর