বৈশাখে নগর বাউল জেমসের কনসার্ট
আগামীকাল বৃহস্পতিবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর ধানমণ্ডি শেখ জামাল মাঠে আয়োজন করা হয়েছে জমজমাট বৈশাখী কনসার্টের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে এবং বৈশাখী টেলিভিশন ও ক্লাব ইলেভেন ইনসেপশনের আয়োজনে এই কনসার্টে গান গাইবেন নগর বাউলখ্যাত জেমস, শিরোনামহীন, ভাইকিংস, ফকির শাহাবুদ্দিন, শফি মণ্ডল, দিঠি, আশিক, রন্টি দাশ, শাহীন, মনিরসহ এই প্রজন্মের এক ঝাঁক জনপ্রিয় শিল্পী।
বৈশাখী টেলিভিশন সরাসরি এই বিশেষ আয়োজন দেখানো শুরু করবে ভোর ৬ টা ৩০ মিনিট থেকেই। প্রাতঃকালীন এই আয়োজনে থাকছে সমবেত গান, নাচ, পঞ্চকবির গান, আবৃত্তিসহ নানা আয়োজন। আবৃত্তি পরিবেশ করবেন দেশসেরা আবৃত্তিকার শিমুল মুস্তাফা ও মাহিদুল ইসলাম মাহি। এ ছাড়া দিনব্যাপী চলবে শ্বাশত বাংলার বৈশাখীমেলা। থাকবে নাগরদোলা, হাতি, বানর নাচ, বায়োস্কোপসহ নানা আয়োজন। বৈশাখী টেলিভিশনের এই সরাসরি সম্প্রচার চলবে সন্ধ্যা পর্যন্ত।

ফিচার ডেস্ক