চীনে জাপানি সিনেমার প্রদর্শনী স্থগিত
তাইওয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের জেরে চীন অন্তত দুইটি জাপানি সিনেমার প্রদর্শনী স্থগিত করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, যেসব সিনেমা মুক্তির কথা ছিল। সেগুলো হলো- ‘ক্রেয়ন শিন-চ্যান: সুপার হট’ ও সেলস অ্যাট ওয়ার্ক। চীনা পক্ষ বলছে, দর্শকদের মনোভাব খারাপ হওয়ায় সতর্ক হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনে এখনও জনপ্রিয় জাপানি অ্যানিমেশন ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’-এর টিকিট পাওয়া যাচ্ছে। তবে সিসিটিভি জানিয়েছে, বিরোধ আরও গভীর হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে সিনেমাটির টিকিট বিক্রি কমেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেছেন, চীন যদি তাইওয়ানে হামলা করে এবং তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়, তবে জাপান সামরিকভাবে জবাব দিতে পারে। এই বক্তব্যের পর দুই দেশের সম্পর্কে বড় ধরনের বিরোধ সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার সিসিটিভি জানিয়েছে, চলচ্চিত্র পরিবেশক এবং আমদানিকারকরা চীনে জাপানি সিনেমার সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং চীনা দর্শকদের মধ্যে অনুভূতি মূল্যায়ন করার পরে মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
‘ক্রেয়ন শিন-চ্যান দ্য মুভি: সুপার হট! দ্য স্পাইসি কাসুকাবে ড্যান্সার্স’-একটি ছোট ছেলে ও তার বন্ধুদের দুঃসাহসিক অভিযানের উপর নির্মিত এই অ্যানিমেটেড কমেডিটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুক্তি পাওয়ার কথা ছিল।
‘সেলস অ্যাট ওয়ার্ক!’—এটি মানব রক্তকণিকা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে একটি চিত্রকাহিনীর উপর ভিত্তি করে তৈরি একটি লাইভ অ্যাকশন চলচ্চিত্র।
সিসিটিভি জানায়নি যে, চলচ্চিত্রগুলোর মুক্তি কতদিনের জন্য বিলম্বিত হবে। তবে রাষ্ট্র-নিয়ন্ত্রিত এই সংবাদমাধ্যমটি বলেছে যে, তাকাইচির মন্তব্যের প্রেক্ষিতে ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল’ অ্যানিমেশনটি চীনা দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষের সম্মুখীন হয়েছে।
প্রসঙ্গত, চীন তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে, তবে তাইওয়ানের সরকার তা মানে না। এদিকে, তাইওয়ান জাপানের খুব কাছেই হওয়ায় এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হওয়ায় জাপান বিষয়টিকে গুরুতরভাবে দেখে। এ ছাড়া জাপানে রয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি।
জাপানের বড় ব্যবসায়ী সংগঠনগুলো সরকারকে উত্তেজনা কমাতে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। একজন বিশেষজ্ঞ বলেছেন, জাপান শান্ত থাকতে চেষ্টা করলেও বক্তব্য প্রত্যাহার না করায় চীন শান্ত নয়। দুই দেশ এখন খুব সংবেদনশীল অবস্থায় আছে।
সূত্র: বিবিসি

বিনোদন ডেস্ক