ঢাকায় গান গাইবেন বিশাল ও শেখর
ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার যুগল বিশাল-শেখর আসছেন ঢাকায়। বিশাল দাদলানি ও শেখর রাজবানি আগামী ৫ মে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে সন্ধ্যা ৭টায় গান পরিবেশন করবেন। এমনটাই আজ মঙ্গলবার জানালেন অনুষ্ঠানের আয়োজক টাইমস স্কয়ার ও ৩৬০ ডিগ্রি।
টাইমস স্কয়ারের কর্ণধার গোলাম সারোয়ার কবীর বলেন, ‘আমি মনে করি বিশাল ও শেখরের অনেক ভক্তই বাংলাদেশে আছেন, যাঁরা তাঁদের গান শুনে অনুপ্রাণিত হবেন। তাঁরা দুজনই বলিউডের অধিকাংশ ছবির গান করছেন। বর্তমানে আমাদের চলচ্চিত্রও এগিয়ে যাচ্ছে। এতে করে আমাদের যে শিল্পীরা বাংলাদেশের ছবিতে গান করছেন, তাঁরাও অনুপ্রাণিত হবেন। তার চেয়ে বড় বিষয়, আমাদের দেশে আগের মতো বিনোদন নেই, বিশেষ করে বাইরের শিল্পীদের অনুষ্ঠান অনেকটাই কমে গেছে। আমরা চাই মানুষকে বিনোদন দিতে এবং এখন থেকে নিয়মিত দেশি-বিদেশি শিল্পীদের অংশগ্রহণে ভালো মানের অনুষ্ঠান দিতে।’
বাংলাদেশের শিল্পীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করেন না কেন? এনটিভি অনলাইনের এমন প্রশ্নের জবাবে গোলাম সারোয়ার কবীর বলেন, ‘আমরা পয়লা বৈশাখে একেবারেই বাঙালি ঢঙের অনুষ্ঠান করেছি। এখন মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করছি। আশা রাখি সামনে শুধু আমাদের দেশের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করব।’
এই অনুষ্ঠানে বিশাল ও শেখরের সঙ্গে বাংলাদেশের কোনো শিল্পী থাকবেন কি না জানতে চাইলে গোলাম সারোয়ার কবীর বলেন, ‘আমরা তাহসানকে এই অনুষ্ঠানে রাখতে চেয়েছিলাম। তাঁর সঙ্গে কথাও হয়েছিল কিন্তু তিনি ২ তারিখ দেশের বাইরে যাচ্ছেন, যে কারণে তিনি থাকতে পারছেন না। এখনো আমরা জানি না কাকে রাখতে পারব। বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পীর সঙ্গে কথা চলছে।’
বাইরের শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিলে আমাদের দেশের শিল্পীদের অবমূল্যায়ন করা হয় বলে অভিযোগ আছে, এ বিষয়ে জানতে চাইলে আয়োজকদের তরফ থেকে কবীর বলেন, ‘আমাদের দেশের শিল্পীদের কম মূল্যায়ন করা হয় বিষয়টা এমন নয়। আসলে বাইরের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করলে তাঁদের প্রতি দর্শকদের আগ্রহ থাকে। এ কারণে আমরাও চাই তাঁদের গান বেশি দিতে। তা ছাড়া এক দেশ থেকে যখন আরেক দেশে একজন শিল্পী আসেন, তখন তাঁরা আমাদের মেহমান। আমার মনে হয় মেহমানদের আপ্যায়ন করাও তো আমাদের কর্তব্য।’

মাজহার বাবু