মাহির পরিবর্তে জাজের ছবিতে বিপাশা
গত ২৩ মে ছিল আইটেম-কন্যা ও চিত্রনায়িকা বিপাশা কবিরের জন্মদিন। আর এই জন্মদিনে বেশ চমকপ্রদ উপহারই পেয়েছেন তিনি। জাজ মাল্টিমিডিয়া তাদের একটি সিনেমায় নায়িকা হিসেবে নাম ঘোষণা করেছে বিপাশার। ছবির নাম ‘তালাশ : দ্য ক্রাইসিস’। এটি পরিচালনা করবেন সৈকত নাসির। এই ছবিতে এর আগে নায়িকা মাহিয়া মাহির অভিনয় করার কথা ছিল। কিন্তু নায়িকা মাহিকে জাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। আর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিপাশা।
জন্মদিন বিপাশা কবিরের কেটেছে শুটিং করেই। মুক্তিযোদ্ধা জসিম ফ্লোরে মনিরুল ইসলাম সোহেল পরিচালিত ‘বাজে ছেলে : দ্য লোফার’ ছবির আইটেম গানের শুটিং হয় এদিন। ওই দিন সন্ধ্যায় তিনি জাজের ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব পান। চলচ্চিত্রে আইটেমকন্যা খ্যাতি আগেই পেয়েছেন বিপাশা কবির। সম্প্রতি কয়েকটি সিনেমায় তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। কিন্তু জাজের ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাবটিকে বিশেষ উপহার হিসেবে গণ্য করছেন তিনি। কারণ এই প্রতিষ্ঠানের ছবিতেই তিনি প্রথম আইটেম গানে নেচেছিলেন এবং নিজের ক্যারিয়ার শুরু করেছেন। সেটি ২০১২ সালের ঘটনা। এতদিন জল গড়িয়েছে অনেক দূর, বিপাশাও মনোযোগ কেড়েছেন অনেক নির্মাতা ও প্রযোজকের।
জাজের ছবিতে নায়িকা হওয়া প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমার জন্মদিনে জাজের কর্ণধার আব্দুল আজিজ ভাই আমাকে যে উপহারটি দিয়েছেন তাতে আমি অনেক খুশি। এই ছবিতে নায়িকা মাহির অভিনয় করার কথা ছিল কি না আমি জানি না। তবে এই ছবিতে কাজ করতে পেরে আমি খুশি। কারণ নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে চলচ্চিত্রে এসেছিলাম। জাজই আমাকে আইটেম গানে কাজ করার সুযোগ করে দেয়। আজ আবার তাদের সিনেমায় নায়িকা হিসেবে নেওয়ার ঘোষণা দিয়েছে। এটা আমার জন্য বড় পাওয়া।’
জাজ প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায় ‘তালাশ : দ্য ক্রাইসিস’ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। খুব শিগগির এ সিনেমার শুটিং শুরুর ঘোষণা দেওয়া হবে।

মাজহার বাবু