আত্মহত্যা করেছেন ‘দেবদাস’ সিনেমার আর্ট ডিরেক্টর

‘দেবদাস’, ‘লগান’ সিনেমার আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার নীতীন চন্দ্রকান্ত দেশাই মারা গেছেন। আজ বুধবার সকালে নিজের করজাতের এনডি স্টুডিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই আর্ট ডিরেক্টর।
টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলছে, নীতীন কেন আত্মহত্যার করেছেন এ ব্যাপারে এখানো কিছু জানা যায়নি। এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য আপাতত তার মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
নীতীন দেশাই তাঁর ২০ বছরের ফিল্মি ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসালি, বিধু বিনোদন চোপড়া, আশুতোষ গোয়ারিকর, রাজকুমার হিরানির মতো তাবড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন।
‘লগান’, ‘১৯৪২ আ লাভ স্টোরি’, ‘যোধা আকবর’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’-এর মতো আরও অনেক সিনেমার সেট নির্মাণ করেছিলেন তিনি।
নীতীন চন্দ্রকান্ত দেশাই তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা আর্ট ডিরেকশনের জন্য। চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন একই কারণে।