‘অ্যানিমেল’ কারা দেখবেন, জানালেন সেন্সর বোর্ড
সম্প্রতি রণবীর-রাশমিকা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রথম ঝলকেই হইচই ফেলে দিয়েছে। লুফে নিয়েছেন দর্শকরা। তবে ভেতরটা আরও ভয়াবহ বলেই জানিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) দ্বারা ‘এ’ (শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের) প্রশংসাপত্র পেয়েছে সিনেমাটি। নির্মাতারা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গা এক্স হ্যান্ডেলে এই সম্পর্কিত একটি টুইটে জানিয়েছেন, “এই সিনেমার সেন্সর রেটিং হল ‘এ’ (শুধু প্রাপ্তবয়স্কদের জন্য)। ৩ ঘণ্টা ২১ মিনিটের সিনেমা। শুক্রবার (০১ ডিসেম্বর) মুক্তি পাবে সিনেমাটি।”
প্রথমবার এই সিনেমাতে রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা রণবীর কাপুর। রণবীরের বাবার ভূমিকায় রয়েছেন অনিল কাপুর। অন্যদিকে প্রথম ঝলকে ববি দেওলও তুখড় রূপে সামনে এসেছেন। সবমিলিয়ে দর্শকরা সিনেমাটিতে বারুদের গন্ধ খুঁজে পেয়েছেন।
আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে ‘অ্যানিমেল’। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গা।