‘অ্যানিমেল’ সাফল্য বিপজ্জনক বললেন জাভেদ আখতার
বক্স অফিসে তুমুল সাড়া ফেলে ৯০০ কোটি আয় করা সন্দ্বীপ রেড্ডি বাঙ্গার ‘অ্যানিমেল’ নিয়ে বিতর্ক কম নয়। নারীবিদ্বেষী, উগ্র পৌরুষের আস্ফালন ও অকারণ হিংসাকে মহিমান্বিত করার মত অভিযোগে উঠেছে এই সিনেমাকে ঘিরে।
এবার অভিযোগ তুলেছেন গীতিকার, কবি ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। অজন্তা ইলোরা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাভেদ আখতার চাঁচাছোলা ভাষায় সমালোচনা করে বলছেন, ‘অ্যানিমেল’ এর সাফল্যকে বিপজ্জনক ।
তবে নির্মাতা বা অভিনয়শিল্পী নয়, এই বলিউড কিংবদন্তি দায় চাপালেন দর্শকের ওপর। সমালোচনা করতে গিয়ে অবশ্য ‘অ্যানিমেল’ এর নাম মুখে আনেননি। তাঁর কথাগুলো শুনলে যে কেউই বুঝবেন, তিনি কী নিয়ে কথা বলেছেন। উৎসবে বক্তব্য রাখতে গিয়ে জাভেদ বলেন, ‘যদি এমন কোনো সিনেমা থাকে যেখানে একজন পুরুষ একজন নারীকে তার জুতো চাটতে বলে, যদি কোনো পুরুষ বলে যেকোনো নারীকে চড় মারা সঠিক এবং ছবিটি সুপারহিট হয়—তাহলে তা বিপজ্জনক।’
উদাহরণ টানতে গিয়ে নব্বইয়ের দশকের ‘চোলি কে পিছে’ গানের কথার প্রসঙ্গ টানেন। বলেন, ‘উদাহরণস্বরূপ চোলি কে পিচের কথাই ধরুন, সমস্যা হলো গানটা তৈরি করেছেন ৮-৯ জন মিলে। একজন পুরুষ লিখেছেন, অন্যজন কম্পোজ করেছেন, একজন শুট করেছেন, দুজন মহিলা নেচেছেন। সেটা খুব কমই সমস্যা। আসল সমস্যাটি হলো, কোটি কোটি মানুষ এই গানটিকে ব্যাপক হিট করে তুলেছে। কোটি কোটি মানুষ গানটি পছন্দ করেছে—এটি ভীতিজনক ব্যাপার।’
দর্শক-শ্রোতাদের কোর্টে বল ঠেলে দিয়ে ‘রাধা ক্যায়সে না জ্বলে’ গীতিকার আরো বলেন, ‘চলচ্চিত্র নির্মাতার চেয়ে এখন দর্শকের দায়িত্ব বেশি। আপনি যে ধরনের সিনেমা দেখেন তার দায়িত্ব আপনারই। সেটা দেখেই সিদ্ধান্ত হয় কী ধরনের সিনেমা নির্মিত হবে। চলচ্চিত্রে যে মূল্য ও নৈতিকতা দেখানো হয়েছে, তা আপনার হাতেই রয়েছে।’