মারা গেলেন ‘সিআইডি’র সেই ফ্রেডি
দীনেশ ফাডনিশ। ছবি : এক্স থেকে নেওয়া
ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’র ‘ইন্সপেক্টর ফ্রেডি’ চরিত্রে অভিনয় করা দীনেশ ফাডনিশ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা এই অভিনেতা গেল বেশ কয়েকদিন লড়াই চলছিল মৃত্যুর সঙ্গে।
তবে শেষরক্ষা করা গেল না। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে সোমবার ভারতীয় সময় ১২.০৮ মিনিটে কন্দিভলির থুঙ্গা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৩ বছর।
এপিবি আনন্দ প্রতিবেদনে জানাচ্ছে, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়ে মারা যান অভিনেতা। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে আজ ৫ ডিসেম্বর।
১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শো ‘সিআইডি’-তে ফ্রেডির চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন দীনেশ। তবে ‘সিআইডি’-ছাড়াও দীনেশকে আমির খানের ‘সরফারোশ’ এবং ‘সুপার ৩০’-এ হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

বিনোদন ডেস্ক