ভূত হয়ে আসছেন জয়া
সময়টা ১৯৪৭। এক নারী পৃথিবী ছেড়ে চলে গেছেন। তবে চলে যাওয়াই তার শেষ নয়। চলে যাওয়ার পর নিজেই ভূত হয়ে ফিরে এসে নিজের মৃত্যুর কারণ উদঘাটন করে চলেছেন। এই গোয়েন্দাগিরিতে তাকে সহযোগিতা করছে এক শিশু। সে নারী আর কেউ নয়, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
তবে ঘটনাটি বাস্তব নয়। ভূতের গল্প নিয়ে কলকাতার ‘ভূতপরী’ নামের সিনেমার কাহিনী এটি। সেই সিনেমায় ভূত জয়া আহসান।
সিনেমাটি আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা সৌকর্য ঘোষাল। চিত্রনাট্যও লিখেছেন নিজেই।
মুক্তির আগেই এসেছে সিনেমার মোশন পোস্টারের রিলস। সেই পোস্টারে দেখা গেছে, অভিনেত্রীর পিঠে রয়েছে দুটি ডানা। ক্যাপশনে লেখা- ‘মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি পরী হয়?’
সিনেমায় জয়ার সহশিল্পী হিসেবে আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখার্জি।
গেল বছর কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’ এবং সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় দারুণ আলোচনায় থাকা জয়া নতুন বছর শুরু করতে চলেছেন ‘ভূতপরী’ দিয়ে।