হাতে লাল টুকটুকে আপেল, ব্লাউজের সঙ্গে জিন্সে লাস্যময়ী জয়া!
দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলা থেকে এপার বাংলা সর্বত্রই দাপটে সঙ্গে কাজ করছেন নায়িকা। ইতোমধ্যেই বি-টাউনেও নজর কেড়েছেন তিনি। তবে এবার তিনি চর্চায় তার নতুন লুকের জন্য। সামাজিক পাতায় ব্লাউজের সঙ্গে জিন্স পরে একেবারে নতুন অবতারে ধরা দিলেন জয়া।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন ৬টি ছবি শেয়ার দিয়েছেন এই অভিনেত্রী। ছবি পোস্ট করেছেন অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘ডোন্ট বি অ্যান অ্যাপল’। সেসব ছবিতে দেখা যাচ্ছে, তার চোখে সানগ্লাস, ঠোঁটে বাঁকা হাসি। যেন ইঙ্গিতে দিচ্ছেন অন্য কোনো বার্তা। সঙ্গে যুক্ত করেছেন নার্গিসের গান ‘পিরিতেরও পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইদে আমায় / সোনা বন্ধু কুনজাগায়...’। মুহূর্তেই নেট দুনিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ে।
ছবিতে তার পরনে দেখা যাচ্ছে পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজ ও সঙ্গে ধূসর জিন্স পরিহিতা। লাল ব্লাউজের সঙ্গে মিলিয়ে কপালে পরেছেন লাল টিপ। খোপায় লাল-সাদা ফুল আর চোখে রোদচশমায় দারুণ স্টাইলিশ দেখাচ্ছিল নায়িকাকে। হাতে তিনি পাথরের চুড়ি ও বালাও পরেছিলেন। নিশ্চয়ই নতুন কোনো খবর অপেক্ষা করছে, যার শুরুটা এমন রোমান্টিক!
তবে এখানেই চমকের শেষ নয়, নায়িকার হাতে একটা টুকটুকে লাল আপেলও ছিল। কখনও সেই আপেল হাতে ধরে, আবার কখনও ঠোঁটের সঙ্গে ঠেকিয়ে।
চলতি বছরে বেশ কয়েকটি সিনেমা বেরিয়েছে অভিনেত্রীর। ঢাকায় ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘ফেরেশতে’ ছাড়াও কলকাতায় প্রশংসিত হয়েছে তার ‘ডিয়ার মা’ সিনেমাটি। এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী ২’ আসছে।
শিগগিরই নতুন সিনেমার খবর জানাবেন জয়া আহসান।

বিনোদন ডেস্ক