ফের মা হলেন অভিনেত্রী মৌসুমী
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/03/12/mousumi-nag-1710230069.jpg)
মা হলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
এখন মা ও মেয়ে দু’জনই ভালো আছেন বলে মঙ্গলবার (১২ মার্চ) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।
এ অভিনেত্রী জানান, তার কন্যার নাম নীতিরি রাখবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটা হবে ডাক নাম। তবে পরিবারের সবাই মিলে পুরো নাম ঠিক করা হবে।
মৌসুমী নাগ বলেন, আমার ছেলে তার বাবার সঙ্গে সিনেমা হলে অ্যাভাটার সিনেমা দেখেছিল। সিনেমা ও এর নীতিরি চরিত্র ছেলের কাছে খুব ভালো লাগে। এ কারণে সে বোনের নাম সিলেক্ট করে রেখেছে।
২০১০ সালের অক্টোবরে প্রেমিক শোয়েবের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা হয় মৌসুমী নাগের। এরপর ২০১৫ সালে তাদের সংসারে আসে প্রথম পুত্রসন্তান। মৌসুমী নাগ ছোটপর্দায় বিনোদন অঙ্গনে কাজ শুরু করলেও বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। ‘রান আউট’ সিনেমার মাধ্যমে বড়পর্দায়ও অভিষেক হয়েছে এ অভিনেত্রীর।