ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ আখ্যা দিলেন মিশা
ঢাকাই সিনেমার ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর জন্মদিন আজ সোমবার (৬ মে)। আর বিশেষ এই দিনে ভক্ত ও শুভাকাঙ্খীদের ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নায়ক। যাদের মধ্যে রয়েছেন ওমর সানীর অন্যতম বন্ধু খল অভিনেতা মিশা সওদাগর।
জন্মদিনে ওমর সানীকে ‘খাঁটি প্রেমিক’ বলে সম্বোধন করে নিজের ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে একটি ছবিতে ওমর সানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন মিশা আর একটি দুইজনে একসঙ্গে দাঁড়িয়ে বিজয় চিহ্ন দেখাচ্ছেন। আরেকটি ছবিতে শুধুই ওমর সানী ও মৌসুমী।
ছবিগুলো প্রকাশ করে ক্যাপশনে মিশা সওদাগর লিখেন, ‘গল্প, উপন্যাস, সিনেমা, নাটক আর ইতিহাসে অনেক প্রেমিকের গল্প শুনেছি কিন্তু তোর মত খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি। লও সালাম হে প্রেমিক। শুভ জন্মদিন হে প্রেমিক।’ মিশার সেই পোস্টে অনেকেই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
ঢালিউডের অন্যতম সফল দম্পতি বলা হয় ওমর সানী-মৌসুমী জুটি। সিনেমার সূত্রে পরিচয়ের পর দীর্ঘদিন এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এই দম্পতি।
প্রসঙ্গত, ঢাকাই সিনেমার সাফল্যময় দশক নব্বইয়ের অন্যতম জনপ্রিয় ও সফল নায়ক ওমর সানীর বরিশাল জেলায় ১৯৬৯ সালের ৬ মে জন্মগ্রহণ করেন। পরিবারের উৎসাহ আর বাবার অনুপ্রেরণায় রুপালি দুনিয়ায় পথচলা শুরু করেন সানী। সর্বশেষ এই অভিনেতাকে ‘ডেডবডি’ সিনেমায় কাজ করতে দেখা গেছে।