ভারতের নতুন ওটিটি ফ্রাইডে : আরিফিন শুভকে দিয়ে শুরু, থাকবেন চঞ্চল-মোশাররফও
কলকাতার ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে যাত্রা শুরু করেছে ২৭ জুলাই থেকে। এরই মধ্যে সাতটি সিরিজ এর শুট শেষ করেছে নতুন এই প্ল্যাটফর্মটি। যার একটিতে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। যেটি পরিচালনা করেছেন কলকাতার তারকা পরিচালক অরিন্দম শীল; সিরিজটির নাম ‘উনিশে এপ্রিল’।
‘উনিশে এপ্রিল’ সিরিজ নির্মিত হয়েছে কলকাতার সাড়া জাগানো এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে। ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে লেখা হয়েছে কাহিনি। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্যপ্রমাণে বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়।
সিরিজে ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। সোনালি ঘোষ চরিত্রে কাজ করেছেন অঙ্কিতা চক্রবর্তী। এ ছাড়া পুলিশ অফিসারের চরিত্রে আছেন সৌরসেনী মিত্র এবং সাংবাদিক চরিত্রে ইন্দ্রাশিস রায়। আরও রয়েছেন অরুণিমা ঘোষ, অশোক সিংহ, সন্দীপ দে প্রমুখ।
এর আগে কলকাতার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ওটিটি প্লাটফর্ম ফ্রাইডে এর জন্য ছয় পর্বের ‘আদর্শ হিন্দু হোটেল’ শিরোনামের একটি সিরিজে কাজ করবেন বাংলাদেশের মোশাররফ করিম। যেটিও পরিচালনা করবেন অরিন্দম শীল। যেখানে আরও দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, অসীম রায়চৌধুরী, লোকনাথ দে, উষসী রায়, রেশমী সেন, সামিউল আলম ও অমিত সাহা।
এছাড়া, ফ্রাইজের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা ‘গণদেবতা’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করার ঘোষণা এসেছে ছিল কলকাতার গণমাধ্যমে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্মাণে যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করার কথা বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর। দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। রয়েছেন কিঞ্জল নন্দ, লোকনাথদের মতো অভিনেতারা।
যাত্রা শুরুর দিন থেকেই ফ্রাইডেতে দেখা যাচ্ছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজ ‘ভালো বাসা’। কেন্দ্রীয় দুই চরিত্রে আছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম।