সাড়া ফেলেছে এনটিভির ধারাবাহিক ‘ছাত্রাবাঁশ’, ছুঁয়েছে মিলিয়ন
দেশের ইন্টারনেট দুনিয়া যখন ঝুঁকে আছে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তখনই ইউটিউবে মুক্তি পেয়েছে এনটিভির নতুন ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। তবে এমন যুদ্ধ আগ্রহের মাঝেও দর্শক ঝুকেছে নতুন এই ধারাবাহিক নাটকটির দিকে।
গেল ৮ মে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘ছাত্রাবাঁশ’ এর প্রথম পর্ব। মুক্তির মাত্র চার দিনেই ১০ লাখ দর্শক দেখেছেন নাটকটি। শুধু তাই নয়, নাটকটির দ্বিতীয় ও তৃতীয় পর্বও ছুটে চলছে দর্শকের কাছে। দ্রুত সময়ে ছুঁয়ে ফেলেছে প্রায় ৫ লাখের বেশি দর্শক হৃদয়। যা বর্তমান সময়ে দেশের যেকোন টেলিভিশন ধারাবাহিক নাটকের ক্ষেত্রে দেখা যায় না বললেই চলে।
মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় ‘ছাত্রাবাঁশ’ নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাহিমা, অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, শামীম আহমেদ, শাওন মজুমদার, শারমিন সুলতানা শর্মী প্রমূখ।
নাটকটির গল্প নিয়ে প্রশংসা করছেন অনেকেই। এই যেমন তানভীর আহমেদ মেহদী কমেন্ট বক্সে লিখেছেন, ‘আসছে এক দুর্দান্ত নাটক—যেখানে বন্ধুত্বের ভালোবাসা, রাগ-অভিমান, হাসি-কান্না আর দুষ্টামিতে ভরা এক অসাধারণ যাত্রা! এই নাটক শুধু গল্প না, এটা হবে আমাদের মনের এক টুকরো আয়না—যেখানে নিজের বন্ধুদের সঙ্গে কাটানো সোনালি মুহূর্তগুলো আবার নতুন করে ফিরে আসবে।’
অনেকেই আবার এই নাটকে নিজের জীবনের গল্পও দেখতে পাচ্ছেন। এই যেমন এসএম মেহদী লিখেছেন, ‘আবাসিক জীবন অনেক কষ্টের। আবার অনেক আনন্দের। পরিবার ছাড়া থাকতে অনেক খারাপ লাগে। এখানে নাটকে বাবার সাথে যেন দৃশ্য দেখলাম তা আমার সাথেও হয়েছিল।’
ধারাবাহিকটির এমন সফলতা প্রসঙ্গে মাবরুর রশীদ বান্নাহ এনটিভি অনলাইনকে বলছেন, ‘এই মন্দার সময়ে কোন টেলিভিশনের ধাবাবাহিক নাটক এত অল্প সময়ে হিট করার রেকর্ড নেই। আমি ও আমার টিম সেটা করে দেখালাম। এনটিভির সকল বিভাগকে ধন্যবাদ নিতে চাই আমার টিমের প্রতি ভরসা রাখার জন্য। যেখানে অন্য টিভি আমার অভিনেতা-অভিনেত্রীকে সেভাবে মূল্যায়ন করতে চায়নি সেখানে এনটিভি এই সাহস ও ভরসা দেখিয়েছে।’
নাটকটি নিয়ে এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলছেন, ‘নাটক সমাজেরই দর্পন। যদি সমাজের বাস্তবতার সঙ্গে যুক্তি পূর্ণভাবে সংযুক্তি হয় অর্থাৎ গল্পের ছলে বাস্তবতা তুলে ধরা গেলে তা জীবন ঘনিষ্ঠ হয়। আর সেটা হলেই সেখানে দর্শক চোখ ফেলবে; মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত নাটকটির ক্ষেত্রে তেমনটিই ঘটেছে।’
এনটিভিতে রাত ৮.২০ মিনিটে প্রচার হয় ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’। নাটকটি প্রতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে। এরপর তা দেখা যায় এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
গল্পে দেখা যাচ্ছে, ইউনিভার্সিটির নিজস্ব একটি ছাত্রাবাসে নতুন এসে ওঠে প্রত্যয়, তার ব্যাচমেট রাশেদ এবং থার্ড ইয়ার সিনিয়র রায়হান। ছাত্রাবাসের নিয়ম অনুযায়ী, জুনিয়রদের সঙ্গে একজন করে সিনিয়র রাখা হয়। যদিও ভবনের বাইরে লেখা আছে, এটি ‘ধূমপান মুক্ত, রাজনীতিমুক্ত ও র্যাগমুক্ত’, বাস্তবতা একেবারেই উল্টো।
রায়হান ভাই রুমমেটদের দিয়ে ব্যক্তিগত কাজ করায়, যা প্রত্যয়ের জন্য বিরক্তির কারণ। আরেকটি রুমে থাকে আহসান ও নিলয়, যাদের সঙ্গে আছেন সদাচরণকারী সিনিয়র সামিউল ভাই। তবে এই আবাসনের সবচেয়ে ভয়ংকর চরিত্র আদু ভাই, যিনি নিয়মিত র্যাগিং ও মিছিলের জন্য ফ্রেশারদের জোর করেন।
ছাত্রাবাসের প্রশাসনেও রয়েছে দুর্নীতির ছাপ মান্নু স্যার ও তার সহকারী আশরাফ অর্থ ছাড়া কিছু বোঝেন না। গল্পের টুইস্ট প্রত্যয় যতই সহজ-সরল দেখাক না কেন, তার রয়েছে এক গোপন এজেন্ডা। সে এসেছে এই ছাত্রাবাসে নিজের রাজত্ব গড়তে।