মস্কোর আন্তারিজ উৎসবে বাংলাদেশের ‘সোল মেট’

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য নির্মাণ ‘সোল মেট’ জায়গা করে নিয়েছে রাশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব *আন্তারিজ*-এ। উৎসবের ডকুমেন্টারি ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে আদেল ইমাম অনুপ পরিচালিত এই ৪ মিনিটের স্বল্পদৈর্ঘ্য।
৬ আগস্ট শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত মস্কোতে চলবে এই উৎসব। প্রথম নির্মাণেই দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে নাম লেখালেন তরুণ নির্মাতা অনুপ।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়েছিল ২ হাজার ৪০০–এর বেশি চলচ্চিত্র। সেখান থেকে ২৯টি দেশের ১০৪টি নির্মাণ চূড়ান্ত হয়েছে মূল প্রতিযোগিতার জন্য। ‘সোল মেট’ তার মধ্যেই নির্বাচিত, উৎসব আয়োজকদের ভাষায়— ‘সেরাদের মধ্যেও সেরা।’
নির্মাতা আদেল ইমাম অনুপ বলেন, ‘স্বাধীনভাবে কাজ করতে গেলে অনেক সীমাবদ্ধতা পেরোতে হয়। তারপরও যারা আমাকে বিশ্বাস করে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। আন্তর্জাতিক উৎসবে জায়গা পাওয়া আমার জন্য সম্মানের, অবিশ্বাস্যও।’
‘সোল মেট’ মূলত একটি জোড়া জুতার গল্প— যদি জুতা অনুভব করতে পারত, কথা বলতে পারত, তাহলে সে কী বলত, কীভাবে সে তার পরিণতির দিকে এগোত, সেই ভাবনাকেই পর্দায় তুলে ধরা হয়েছে। সিনেমাজুড়ে কোনো মানুষের মুখ দেখা যায় না, কেবল পায়ের অংশ দেখিয়ে তৈরি হয়েছে চিত্রভাষা। ভয়েসওভারে গল্পটি বলেছেন রেজওয়ান কবির কল্লোল, শুটিংয়ে অংশ নেন কনক খন্দকার।
এর আগে ‘সোল মেট’-এর দুটি প্রদর্শনী হয়েছে ঢাকায়। প্রথমটি হয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়, ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকার ফেস্ট’–এর প্রথম আসরে।
স্বল্পদৈর্ঘ্যটির গল্প লিখেছেন আদেল ইমাম অনুপ ও রেজওয়ান কবির কল্লোল। চিত্রনাট্য করেছেন শেখ কোরাশানী, চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন আসাদুজ্জামান আবীর, সহকারী চিত্রগ্রাহক ছিলেন ফজলে রাব্বী।